শনিবার, ২৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • বিমানবন্দরের ‘ফ্লাইং জোনে’ মাইলস্টোন, সরানোর সুপারিশ পরিকল্পনাবিদদের নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি : নাহিদ ইসলাম দক্ষিণাঞ্চলের সব নদীর পানি বিপৎসীমার ওপরে, লোকালয়ে জলাবদ্ধতা বাংলাদেশ বিনির্মাণে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে চাইঃ এ্যানি বঙ্গোপসাগর দিয়ে সেন্টমার্টিন দ্বীপে নারী-শিশুসহ ২০ রোহিঙ্গার অনুপ্রবেশ মোহাম্মদপুরে ছিনতাই: দায়িত্বে গাফিলতির অভিযোগে ৪ পুলিশ ক্লোজড মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৩, হাসপাতালে ৫০ জন মূল সংস্কার ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছে কমিশন ‘ওসি হয়েও আমার কমদামি ফোন, আপনি দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই হবেই’ মাইলস্টোন ট্র্যাজেডি: ‘আমি ভালো আছি’ বলেই মৃত্যুকে আলিঙ্গন করলো মাহতাব
  • এনসিপির পদযাত্রা ও সমাবেশ নিয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন

    এনসিপির পদযাত্রা ও সমাবেশ নিয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সারা দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে আগামীকাল শনিবার (২৬ জুলাই) কিশোরগঞ্জে পদযাত্রা ও সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

    এ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ জেলা এনসিপির উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, বন্দরনগরী ভৈরব হয়ে বড়পুল পেরিয়ে এনসিপির পদযাত্রাটি কিশোরগঞ্জ শহরে প্রবেশ করবে। এরপর পুরাতন স্টেডিয়াম থেকে পদযাত্রা শুরু হয়ে পুরান থানা মোড়ে গিয়ে এক সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটবে।

    সম্মেলনে আরও জানানো হয়, পদযাত্রা ও সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। কর্মসূচি শেষে নেতৃবৃন্দ একই পথে নেত্রকোনার উদ্দেশে যাত্রা করবেন।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল সংগঠক খায়রুল কবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক ইকরাম হোসেন, জেলা সদস্য সচিব মো. ফয়সাল প্রিন্স, নীরব হাসান সুজন, রাতুল নাহিদ ভূঁইয়া, ইয়াজ ইবনে জসিম, শামসুর রহমান, আরিফুল ইসলাম রাফি, আনাস ইব্রাহিম, সাব্বির হোসেন, সালাউদ্দিন তারেক রাসেল, সাবাব, প্রিয়ন্ত প্রমুখ।

    নেতৃবৃন্দ কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করে কর্মসূচির সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের প্রত্যাশা জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন