শনিবার, ২৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচন তারিখ জানাবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল জাতীয় বার্ন ইনস্টিটিউট: ৪ জন আশঙ্কাজনক, ২ জন সুস্থ হয়ে ফিরলেন বাড়ি নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ডিজিটাল ব্যবস্থাপনায় আসছে ওয়াকফ সম্পত্তি: ঘোষণা ধর্ম উপদেষ্টার উত্তরায় ভয়াবহ ট্রাজেডি, শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড মাইলস্টোন স্কুলের ছাত্র জারিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে গণতন্ত্রকে: মির্জা ফখরুল খাগড়াছড়িতে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি, নিহত ৪ ঝুঁকিহীন ও টেকসই ঋণে জোর দেবে ইউসিবি সাবেক সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামসুল আলম আর নেই
  • নারীদের অংশগ্রহণেই ‘জুলাই বিপ্লব’ সফল হয়েছে: নওশাদ জমির

    নারীদের অংশগ্রহণেই ‘জুলাই বিপ্লব’ সফল হয়েছে: নওশাদ জমির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘জুলাই বিপ্লব’ শুধু একটি রাজনৈতিক আন্দোলন ছিল না, এটি ছিল দেশের নারীদের সম্মিলিত সাহসিকতার প্রতিচ্ছবি— এমন মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। 

    তিনি বলেছেন, “দেশের উন্নয়ন ও মুক্তির প্রতিটি মুহূর্তে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নারীর উন্নয়ন ও মর্যাদার ক্ষেত্রে সামনে বড় পরিবর্তন আসছে।”

    শুক্রবার (২৫ জুলাই) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে পঞ্চগড় সদর উপজেলা মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    ব্যারিস্টার নওশাদ বলেন, “২০২৪ সালের জুলাই থেকে যে বিপ্লব সূচিত হয়েছিল, তা নারীদের দৃঢ় অবস্থান ছাড়া সম্ভব হতো না। বাংলাদেশের রাজনীতিতে নারী শক্তি এখন আর পর্দার আড়ালে নয়, তারা সামনের সারিতে। একজন নারী যেখানে যেতে পারেন, অনেক সময় সেখানে একজন পুরুষও পারেন না।”

    তিনি বলেন, “ফ্যাসিবাদের শাসন থেকে মানুষ মুক্তি চায়। আমরা চাই শান্তিপূর্ণ গণতন্ত্র। সেই বাংলাদেশ গড়তে হলে নারীদের প্রতিটি ঘরে গিয়ে মানুষকে সচেতন করতে হবে। উঠান বৈঠক হোক, ভোটের বার্তা ছড়িয়ে পড়ুক— তবে যেন কেউ কোনো প্রলোভনে বিভ্রান্ত না হন।”

    বিএনপি নেতা আরও বলেন, “আমাদের লক্ষ্য একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ। সেই লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা নিরলস কাজ করে যাচ্ছেন। নারীদের অংশগ্রহণ আমাদের আন্দোলনের প্রাণ। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে একটি জনগণের সরকার গঠন করবে।”

    সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দ বানু মুক্তি।

    সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, এডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট রিনা পারভীন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবু প্রমুখ।


    আমির খসরু লাবলু, পঞ্চগড় প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন