রবিবার, ২৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচন তারিখ জানাবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল জাতীয় বার্ন ইনস্টিটিউট: ৪ জন আশঙ্কাজনক, ২ জন সুস্থ হয়ে ফিরলেন বাড়ি নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ডিজিটাল ব্যবস্থাপনায় আসছে ওয়াকফ সম্পত্তি: ঘোষণা ধর্ম উপদেষ্টার উত্তরায় ভয়াবহ ট্রাজেডি, শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড মাইলস্টোন স্কুলের ছাত্র জারিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে গণতন্ত্রকে: মির্জা ফখরুল খাগড়াছড়িতে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি, নিহত ৪ ঝুঁকিহীন ও টেকসই ঋণে জোর দেবে ইউসিবি সাবেক সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামসুল আলম আর নেই
  • উত্তরায় ভয়াবহ ট্রাজেডি, শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড

    উত্তরায় ভয়াবহ ট্রাজেডি, শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় শোকাহত পুরো বাংলাদেশ। পাঁচ দিন পেরিয়ে গেলেও নিহতের সংখ্যা বাড়ছে ক্রমাগত। শনিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে, যাদের অধিকাংশই শিশু শিক্ষার্থী।

    এই হৃদয়বিদারক ঘটনার প্রভাব শুধু দেশেই নয়, ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। শোক প্রকাশ করেছে বিশ্বখ্যাত দুই ফুটবল ক্লাব স্পেনের বার্সেলোনা এবং ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড।

    প্রথমে বার্সেলোনা তাদের বাংলাদেশের সমর্থক সংগঠন 'পেনিয়া ব্লুগ্রানা বাংলাবার্সা'-এর মাধ্যমে শোকবার্তা জানায়। এরপর ক্লাবের পক্ষ থেকে দেওয়া একটি অফিসিয়াল বিবৃতিতে বলা হয়—

    “সম্প্রতি ঢাকার একটি স্কুলে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে, তাতে আমরা গভীরভাবে শোকাহত। ক্লাবের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

    .

     

    পরে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিবৃতি প্রকাশ করে শোক জানায় ম্যানচেস্টার ইউনাইটেড। তারা লেখে:

    “ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় যারা আক্রান্ত হয়েছেন, তাদের প্রতি রইল আমাদের ভালোবাসা ও গভীর সমবেদনা। আমরা যাদের হারিয়েছি, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই যেন শান্তিপূর্ণভাবে শোক পালন করতে পারেন—এই প্রার্থনাই করি।”

    জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের এমন সমবেদনা বার্তা দুর্ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে কিছুটা হলেও মানসিক সান্ত্বনা হয়ে উঠছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন