শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • বিমানবন্দরের ‘ফ্লাইং জোনে’ মাইলস্টোন, সরানোর সুপারিশ পরিকল্পনাবিদদের নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি : নাহিদ ইসলাম দক্ষিণাঞ্চলের সব নদীর পানি বিপৎসীমার ওপরে, লোকালয়ে জলাবদ্ধতা বাংলাদেশ বিনির্মাণে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে চাইঃ এ্যানি বঙ্গোপসাগর দিয়ে সেন্টমার্টিন দ্বীপে নারী-শিশুসহ ২০ রোহিঙ্গার অনুপ্রবেশ মোহাম্মদপুরে ছিনতাই: দায়িত্বে গাফিলতির অভিযোগে ৪ পুলিশ ক্লোজড মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৩, হাসপাতালে ৫০ জন মূল সংস্কার ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছে কমিশন ‘ওসি হয়েও আমার কমদামি ফোন, আপনি দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই হবেই’ মাইলস্টোন ট্র্যাজেডি: ‘আমি ভালো আছি’ বলেই মৃত্যুকে আলিঙ্গন করলো মাহতাব
  • মেসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে এমএলএস

    মেসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে এমএলএস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেজর লিগ সকারের (এমএলএস) এবারের অল-স্টার ম্যাচে আলোচনার কেন্দ্রে ইন্টার মায়ামির দুই তারকা লিওনেল মেসি ও জর্দি আলবা। বুধবার রাতে লিগা এমএক্স অল-স্টারদের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে এই দুজনকে দেখা যায়নি ওয়াশিংটনের কিউ টু স্টেডিয়ামে। তাদের অনুপস্থিতি নিয়ে উঠেছে প্রশ্ন, তৈরি হয়েছে বিতর্কও।

    এমএলএস সূত্র জানায়, ইন্টার মায়ামি আগেভাগেই লিগ কর্তৃপক্ষকে জানিয়েছিল—মেসি ও আলবা অল-স্টার ম্যাচে অংশ নেবেন না। তবে তারা কোনো চোট সংক্রান্ত মেডিকেল রিপোর্ট বা নির্ধারিত কারণ দেখায়নি, যা এমএলএসের নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক।

    এই নিয়মভঙ্গের কারণে দুই তারকাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত নয়।

    ম্যাচের আগেই এমএলএস কমিশনার ডন গারবার সাংবাদিকদের জানান, "মেসি ও আলবার বিষয়ে আমরা এখনো আলোচনার পর্যায়ে রয়েছি। তাদের নিষেধাজ্ঞা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি।"

    তবে ভক্তদের অনেকেই এমন সিদ্ধান্তে হতাশ, কারণ অল-স্টার ম্যাচ মানেই প্রত্যাশা থাকে তারকাদের ঝলক দেখার। মেসি ও আলবার অনুপস্থিতি সেই উত্তেজনায় কিছুটা ভাটা ফেলে দিয়েছে বলেই মনে করছেন অনেকে।

    তবে এটা ঠিক, আমাদের আরো আগেই জানতে পারা উচিত ছিল যে তারা খেলবে না। তিনি আরো জানান, ইন্টার মায়ামি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই বিষয়টি স্পষ্ট করা হবে।
    আগেও এমন ঘটনা ঘটেছে। গত বছরও অল-স্টার ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি মেসি।

    তবে এবার কোনো চোটের তথ্য না থাকায় প্রশ্ন উঠেছে তার অনুপস্থিতি ঘিরে।
    মাঠের পারফরম্যান্সে অবশ্য কোনো ঘাটতি নেই। চলতি এমএলএস মৌসুমে এখন পর্যন্ত ১৮ গোল করে যৌথভাবে শীর্ষ গোলদাতা মেসি। ন্যাশভিলের স্যাম সারিজের সঙ্গে গোলসংখ্যা সমান। শেষ সাত ম্যাচের ছয়টিতেই জোড়া গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা।

    আসন্ন ম্যাচে ইন্টার মায়ামির প্রতিপক্ষ সিনসিনাটি। মেসি ও আলবার নিষেধাজ্ঞা কার্যকর হলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলকে ভুগতে হতে পারে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন