রবিবার, ২৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • বদলে যাবে ঢাবির রূপ, ঢেলে সাজাতে ২৮৪০ কোটি অনুমোদন একনেক থেকে জুলাই শহীদদের আবাসন প্রকল্প বাদ তীর্থযাত্রীদের হুড়োহুড়িতে মানসা দেবী মন্দিরে নিহত ৬ যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে ২৫ উড়োজাহাজ কিনবে সরকার বিএনপি ভবিষ্যতের রাষ্ট্র গঠনে টেকসই কাঠামোর লক্ষ্যে পরিকল্পিতভাবে এগোচ্ছে: মির্জা ফখরুল গাজার জন্য ১০ ঘণ্টার নীরবতা; মানবতা না কৌশলগত ছলনা? ময়মনসিংহে ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল : আপিল বিভাগ গোপালগঞ্জে সহিংসতা: প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা পায়নি পর্যবেক্ষণ দল আ.লীগের প্রধান কার্যালয় এখন 'ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট' চাঁদাবাজি করতে গিয়ে ধরা বৈষম্যবিরোধী ৫ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা
  • মিশিগানে ওয়ালমার্টে ছুরিকাঘাত, আহত ১১

    মিশিগানে ওয়ালমার্টে ছুরিকাঘাত, আহত ১১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ট্র্যাভার্স সিটিতে ওয়ালমার্টের একটি দোকানে ছুরিকাঘাতের ঘটনায় কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

    ঘটনাটি ঘটে স্থানীয় সময় শনিবার (২৬ জুলাই) দুপুরের দিকে, যখন দোকানটি ক্রেতায় ভরপুর ছিল। পুলিশ জানিয়েছে, হামলার পরপরই দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

    গ্র্যান্ড ট্র্যাভার্স কাউন্টির শেরিফ মাইকেল শিয়া বলেছেন, “এতজন মানুষ আহত হওয়া সত্যিই উদ্বেগজনক। আমরা কৃতজ্ঞ যে আরও বড় ক্ষয়ক্ষতি হয়নি।” তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে এবং দোকানটিকে আপাতত ঘিরে রাখা হয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী আচমকা ছুরি নিয়ে লোকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে। দোকানে থাকা নিরাপত্তাকর্মীরা দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং পুলিশ এসে হামলাকারীকে নিয়ন্ত্রণে নেয়।

    আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।

    পুলিশ বলছে, এটি পূর্বপরিকল্পিত হামলা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু নিশ্চিতভাবে জানা যায়নি।

    ঘটনার পরপরই ওয়ালমার্টের বাইরে জরুরি যানবাহন এবং ইউনিফর্ম পরিহিত উদ্ধারকর্মীদের অবস্থান করতে দেখা যায়।

    হোনর শহরের বাসিন্দা ৩৬ বছর বয়সী টিফানি ডিফেল জানান, তিনি পার্কিং লটে ছিলেন, হঠাৎ চারপাশে বিশৃঙ্খলা শুরু হয়। ‘এটি খুব ভয়ংকর ছিল। আমি আর আমার বোন আতঙ্কে চিৎকার করছিলাম। যেন কোনো সিনেমার দৃশ্য, বাস্তব জীবনে এমন কিছু আমরা আমাদের শহরে আশা করি না, বলেন তিনি।

    উত্তর মিশিগানের বৃহত্তম হাসপাতাল প্রতিষ্ঠান মুনসন হেলথকেয়ার জানিয়েছে, তাদের কাছে চিকিৎসাধীন ১১ জনই ছুরিকাঘাতে আহত হয়েছেন। হাসপাতালের মুখপাত্র মেগান ব্রাউন জানান, শনিবার রাত পর্যন্ত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক এবং পাঁচজন গুরুতর অবস্থায় রয়েছেন।

    শেরিফ শিয়া বলেন, হামলায় ব্যবহৃত অস্ত্রটি সম্ভবত একটি ভাঁজ করা ছুরি। মিশিগান স্টেট পুলিশ জানায়, সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয় এবং তিনি মিশিগান রাজ্যের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

    মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার এক বিবৃতিতে বলেন, এই নৃশংস সহিংসতার ঘটনায় আহতদের প্রতি আমাদের হৃদয় গভীর সহানুভূতিতে ভরপুর। পুরো ট্র্যাভার্স সিটি সম্প্রদায়ের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি।

    ওয়ালমার্ট এক বিবৃতিতে বলেছে, এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা আহতদের জন্য প্রার্থনা করছি এবং জরুরি সেবাদানকারীদের তাৎক্ষণিক পদক্ষেপের জন্য কৃতজ্ঞ।

    এফবিআইর ডেপুটি ডিরেক্টর ড্যান বংগিনো জানান, তারা ঘটনাস্থলে তদন্ত সহায়তা দিতে প্রস্তুত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন