ফেলে না দিয়ে সাজিয়ে নিন পুরোনো স্যান্ডেল


ঘরে বা সমুদ্রসৈকতে পরার সাদামাটা স্যান্ডেল এবার ফিরেছে নতুন ভাবে। ২০২৫ সালে এসে সেটিই পেয়েছে হাই-ফ্যাশন রূপ। আর নতুন এই স্যান্ডেলই যেন হয়ে উঠেছে গ্রীষ্মের অন্যতম আকর্ষণীয় ফ্যাশন স্টেটমেন্ট।
এই গ্রীষ্মে স্যান্ডেল যেন একেবারে ‘গ্লো আপ’ করে ফেলেছে। আমরা এখন আর সেই পুরোনো স্লিপারের কথা বলছি না, বরং বলছি নতুন এক স্টাইলিশ সংস্করণের। যার পাতলা স্ট্র্যাপ, ঝরঝরে ডিজাইন এবং হালকা হিল এই স্যান্ডেলকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। কখনো অবহেলিত থাকলেও, এখন এটি হয়ে উঠেছে ‘আন্ডারস্টেটেড এলিগ্যান্স’-এর প্রতীক।
এই পরিবর্তনের পেছনে বলিউড বা হলিউড নয়, বরং কৃতিত্ব দেওয়া যায় মেরি-কেট ও অ্যাশলি অলসেনকে। তাঁদের ব্র্যান্ড ‘দ্য র’-এর একজোড়া ফ্লিপ-ফ্লপ বা স্যান্ডেল বাজারে আসার পরই যেন শুরু হয় নতুন ট্রেন্ডের যাত্রা। এরপর একে একে এই ট্রেন্ডে যোগ দেন হেইলি বিবার, কেন্ডাল জেনার, কাইলি জেনার, মাইলি সাইরাস, গ্যাব্রিয়েল ইউনিয়ন এবং এল ফ্যানিংয়ের মতো তারকারা। টোটেম স্যান্ডেলের প্রতি কেন্ডাল জেনারের দীর্ঘদিনের অনুরাগও এই নতুন ঢেউয়ে বাড়তি মাত্রা যোগ করেছে।
ডিজাইনাররাও বসে থাকেননি। আলায়া, মিউ মিউ, ডিওরের মতো বিখ্যাত ব্র্যান্ডগুলো র্যাম্পে এনেছে নতুন ডিজাইনের ফ্লিপ-ফ্লপ বা স্যান্ডেল। এমনকি মিউ মিউ তো বাজারে এনেছে থং-স্টাইল কোর্ট শু, যেটি দেখতে অদ্ভুত হলেও কার্যকরী ও ট্রেন্ডি।
আর এই নতুন হিল-ফ্লিপ-ফ্লপ পরার ধরনও এখন অনেক বৈচিত্র্যময়। ঢিলেঢালা জিনস থেকে শুরু করে টেইলারড স্যুট, স্লিপ ড্রেস বা ফ্লোরাল স্কার্ট—সব কিছুর সঙ্গেই মানিয়ে নিচ্ছে এই হালকা অথচ হাই-স্টাইলিশ স্যান্ডেল। একসময় অবহেলিত সৈকতের জুতা যে এত বড় ফ্যাশন রূপান্তর পাবে, কে ভেবেছিল?
তাই গরমে যদি আরাম আর স্টাইল একসঙ্গে চান, তাহলে হিল দেওয়া এই নতুন ফ্লিপ-ফ্লপ হতে পারে আপনার সামারের সেরা ফ্যাশন বেট!
দৈএনকে/জে, আ
