রবিবার, ২৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • হাইকোর্টের সিদ্ধান্তে আপত্তি, সুপ্রিম কোর্টে গেলেন ইমরান খান এক বছরে বিএনপির আয় সাড়ে ১৫ কোটি টাকা: রিজভী মিশিগানে ওয়ালমার্টে ছুরিকাঘাত, আহত ১১ সোমবারের মধ্যে দলগুলোর কাছে যাবে ‘জুলাই সনদ’ এর খসড়া: ড. আলী রীয়াজ তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি আজ এশিয়া কাপ ২০২৫: সময়সূচি প্রকাশ, আয়োজন করবে আমিরাত চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচন তারিখ জানাবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল জাতীয় বার্ন ইনস্টিটিউট: ৪ জন আশঙ্কাজনক, ২ জন সুস্থ হয়ে ফিরলেন বাড়ি নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ডিজিটাল ব্যবস্থাপনায় আসছে ওয়াকফ সম্পত্তি: ঘোষণা ধর্ম উপদেষ্টার
  • ফ্রান্স থেকে আরও ২৬ যুদ্ধবিমান কিনল ভারত

    ফ্রান্স থেকে আরও ২৬ যুদ্ধবিমান কিনল ভারত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে একাধিক গোলাগুলির ঘটনা ঘটেছে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

    এরই মধ্যে ভারত দেশটির নৌবাহিনীকে আধুনিকায়ন করার জন্য ফ্রান্সের কাছ থেকে ৭৪১ কোটি ডলার মূল্যের (বাংলাদেশি মুদ্রায় ৮৯ হাজার ৯৬০ কোটি ২১ লাখ টাকা) যুদ্ধবিমান কিনছে। দুই দেশের সরকারি পর্যায়ে ইতোমধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের কাজও সম্পন্ন হয়েছে।

    সোমবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, গত মাসে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটিতে ফ্রান্সের কাছ থেকে রাফায়েল যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত একটি প্রস্তাবনা পেশ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাতে অনুমোদন দেন। মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির মোট সদস্য ৭ জন।

    এই চুক্তিতে ২২টি একক আসনের যুদ্ধবিমান এবং চারটি দুই আসনের প্রশিক্ষণ বিমান কেনার কথা বলা হয়েছে। ২০৩১ সালের মধ্যে সব বিমান হাতে আসার কথা রয়েছে।

    ফ্রান্সের কাছ থেকে এর আগে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনেছিল ভারত। ২০১৬ সালের চুক্তিতে ভারতে আসা সেই যুদ্ধবিমানগুলো ব্যবহার করছে দেশটির বিমান বাহিনী। 

    নতুন এই রাফায়েল গুলো নৌবাহিনীর জন্য কেনা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। বর্তমানে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধবিমান বলতে রয়েছে কেবল মিগ-২৯ জেট।

    প্রসঙ্গত, ফ্রান্সের তৈরি রাফায়েল বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি। পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩ হাজার ৭০০ কিলোমিটার এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ ৫০ হাজার ফুট ওপরে উঠতে সক্ষম। এই যুদ্ধবিমান একই সঙ্গে বেশ কয়েকটি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ও একাধিক ভারী মেশিনগান সজ্জিত।

    জম্মু ও কাশ্মির রাজ্যের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে ভয়াবহ তিক্ততা শুরু হয়েছে ভারতের। আন্তর্জাতিক রাজনীতিতে ধারণা করা হচ্ছে যে যেকোনো সময়ে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারতীয় সেনাবাহিনী। এই উত্তেজনার মধ্যেই রাফায়েল বিমান ক্রয় করতে ফ্রান্সের সঙ্গে চুক্তি করল দেশটি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন