মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে নরেন্দ্র মোদির শোকবার্তা ও সহায়তার ইচ্ছা মাইলস্টোন ট্র্যাজেডি: সুশাসনের করুণ পরাজয় নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু: ডা. সায়েদুর আইন ও শিক্ষা উপদেষ্টা মাইলস্টোনে অবরুদ্ধ, সাথে আছেন প্রেস সচিবও ছয় দফা দাবিতে রাস্তায় মাইলস্টোনের শোকাহত শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক সিরিজ জয়ের হাতছানি, ইতিহাসের পথে বাংলাদেশ মাইলস্টোন ট্র্যাজেডি: ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির গভীর শোক প্রকাশ মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ২৭, শোকাহত জাতি চ্যাম্পিয়ন বাংলাদেশ, সাগরিকার চার গোলের প্রতিশোধ
  • দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বেস্ট হোল্ডিং

    দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বেস্ট হোল্ডিং
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অন্যতম রোল মডেল তিনি। একজন ব্যবসায়ী হিসেবে সাফল্যময় পদচারণায় তার অভাবনীয় কীর্তি যে কাউকে মুগ্ধ করবে। তিনি বেস্ট হোল্ডিং এর চেয়ারম্যান আমীন আহমেদ। যিনি আন্তর্জাতিক মানের সেতু নির্মাণকারী হিসাবে স্বীকৃত এবং অতিথি সেবা ব্যবসায় সুনাম কুরিয়েছেন পৃথিবী জুড়ে। নীতি ও নৈতিকতায় আপোষহীন ব্যক্তিত্ব হিসেবে বহু চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের উন্নয়ন খাতকে ত্বরান্বিত করার প্রয়াসে প্রতিষ্ঠিত করেছেন শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিং।

    মাত্র ত্রিশ বছর বয়সে দেশের শ্রেষ্ঠ করদাতা হিসেবে নির্বাচিত হয়েছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আমীন আহমেদ। ব্যবসায় শতভাগ মুন্সিয়ানা তিনি। সাম্প্রতিক বছরগুলোতে তার কোম্পানী বেস্ট হোল্ডিং অভাবনীয় মুনাফা অর্জন করেছে। কোম্পানির রিটেইন্ড আর্নিংস বা অর্জিত মুনাফা রয়েছে ৪০০ কোটি টাকারও বেশি, যা তাদের বিনিয়োগকারীদের লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ নিশ্চয়তা দেয় বলেই বিবেচিত।


    বেস্ট হোল্ডিং বর্তমানে বিশ্বের চারটি স্বনামধন্য বহুজাতিক কোম্পানীর সঙ্গে সহযোগী হিসেবে কাজ করছেন। যেমন: ম্যারিয়ট, লা মেরিডিয়েন, হেইলিবেরি ও লাক্সারি কালেকশন।


    রাজধানীর বিলাসবহুল পাস তারকা হোটেল লা মেরিডিয়ান সারা পৃথিবী থেকে আগত অতিথিদের কাছে বেশ জনপ্রিয় আবাস হিসেবে পরিচিত পেয়েছে। এই প্রজেক্টের সফলতার পাশাপাশি পরিধি বর্ধন কাজ চলমান রয়েছে।

    আমিন আহমেদ সংবাদ মাধ্যমকে জানান, লা মেরিডিয়ানের পর ম্যারিয়ট ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনায় ‘লাক্সারি কালেকশন ভালুকা’ নামে ভালুকায় আরেকটি রিসোর্ট নির্মাণ করা হচ্ছে। এটি বাংলাদেশের প্রথম ইন্ডাস্ট্রিয়াল পাঁচ তারকা হোটেলে। এখানে ডিলাক্স রুম থাকবে ১৮০টি। এ ছাড়া ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ বর্গফুট আয়তনের ২২টি বাংলো থাকবে। পুরো রিসোর্টটিতে ৩টি রেস্তোরাঁ, একটি ব্যাঙ্কোয়েট হল ও পাঁচটি মিটিং রুম থাকবে। ২০২৫ সালের জুলাইয়ে এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।


    তিনি আরও বলেন, বেস্ট হোল্ডিং একটি সম্পদভিত্তিক কোম্পানি। আমাদের প্রত্যেকটি প্রকল্পই দৃশ্যমান। যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের কোম্পানির ৪১৮ কোটি টাকার ক্রমপুঞ্জীভূত আয় সংরক্ষিত আছে। কোনো কারণে প্রতিকূল পরিস্থিতি এলেও আমাদের লভ্যাংশ দেয়ার সক্ষমতা থাকবে। আমি বিনিয়োগকারীদের উদ্দেশে বলতে চাই, আপনারা এখানে বিনিয়োগ করে ঠকবেন না। কোম্পানির সবগুলো প্রকল্প বাস্তবায়ন হয়ে গেলে ভবিষ্যতে আয় ও মুনাফা আরো বাড়বে। তাছাড়া কোম্পানির যেসব সম্পদ রয়েছে সেগুলোর মূল্যও দিন দিন বাড়বে।


    উল্লেখ, ২০০৯ সালে ব্যবসা শুরু করে বেস্ট হোল্ডিংস লিমিটেড। আইপিও প্রসপেক্টাস অনুসারে, বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯২৫ কোটি টাকা।


    সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন, দেশের আর্থিক, যোগাযোগ, আন্তর্জাতিক খ্যাতি ছড়ানো অথিতিসেবা, অবসান, এগ্র ও মানবসম্পদ সহ সামগ্রিক উন্নয়ন খাতে অভাবনীয় কীর্তি গড়ায় আমীন আহমেদ যে অবদান রেখেছেন তা জাতির অগ্রযাত্রায় রোল মডেল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ