ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করলো ভারতীয় সংসদীয় কমিটি


ভারত-বাংলাদেশের ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে ভারতের সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি। সোমবার (৪ আগস্ট) অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সদস্যদের উপস্থিতিতে ভারতীয় পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেন।
কমিটির চেয়ারম্যান ও কংগ্রেসের সাংসদ শশী থারুর সাংবাদিকদের জানান, বৈঠকে উত্থাপিত সব প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্রসচিব। এখন কমিটি চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ শুরু করবে, যা খুব শিগগিরই সংসদে উপস্থাপন করা হবে।
শশী থারুর ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘আমরা বাংলাদেশ নিয়ে ৩-৪টি বৈঠক করেছি। এটিই ছিল শেষ বৈঠক যেখানে, পররাষ্ট্রসচিব আমাদের একটি ব্রিফিং দিয়েছেন। এই ব্রিফিংয়ে সদস্যদের জিজ্ঞেস করা সব প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে এবং পররাষ্ট্রসচিব সেগুলোর জবাব দিয়েছেন। এই বৈঠকের পর কমিটির কাজ হলো একটি প্রতিবেদন তৈরি করা, সেটি অনুমোদন করা এবং সংসদে উপস্থাপন করা।’
সোমবারের বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ভারত-বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক পর্যালোচনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে তথ্য উপস্থাপন করেন। এ ছাড়া, মন্ত্রণালয়ের ২০২৪-২৫ সালের অনুদানের দাবিসংক্রান্ত আগের প্রতিবেদনের সুপারিশগুলোর ওপর সরকারের গৃহীত পদক্ষেপের খসড়া প্রতিবেদনও পর্যালোচনা করা হয়। থারুর নিশ্চিত করেছেন, বৈঠকটি এ বিষয়ে আলোচনার চূড়ান্ত পর্ব ছিল।
এর আগে গত ২৭ জুন এই কমিটি ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত শুনেছিল। সেই বৈঠকের পর থারুর জানিয়েছিলেন, চারজন প্রথম শ্রেণির বিশেষজ্ঞের অন্তর্দৃষ্টি থেকে কমিটি উপকৃত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি ভারতে ‘অনুপ্রবেশকারী’ বাংলাদেশির সংখ্যা কমেছে।
