বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু, যুক্তরাষ্ট্রে উড্ডয়নের পরই বিধ্বস্ত


যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে একটি ছোট আকারের চিকিৎসা সহায়ক বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা চারজন আরোহী প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে নাভাজো জাতিগোষ্ঠী কর্তৃপক্ষ।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর প্রতিবেদন অনুযায়ী, বিমানটি একটি এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত হতো। দুর্ঘটনার সময় এটি একটি সংকটাপন্ন রোগীকে আনতে নিকটবর্তী হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং পরবর্তী গন্তব্য ছিল নিউ মেক্সিকোর আলবুকার্ক শহর।
তবে, রোগীকে বিমানে তোলা হয়েছিল কি না বা তার বর্তমান অবস্থান সম্পর্কেও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে জানানো হয়, উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। এতে বিমানে থাকা চারজন আরোহীর সকলেই ঘটনাস্থলেই মারা যান।দুর্ঘটনার কারণ তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে কাজ শুরু করেছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল বিচক্রাফট কিং এয়ার ৩০০ মডেলের। এটি পরিচালনা করছিল সিএসআই এভিয়েশন নামের একটি বেসরকারি বিমান সংস্থা। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং বিমান সংস্থাটির বিবৃতি অনুযায়ী, বিমানটি নিউ মেক্সিকোর আলবুকার্ক শহর থেকে রওনা হয়েছিল। এতে দুজন পাইলট এবং দুজন চিকিৎসা কর্মী ছিলেন।
বিমানটি স্থানীয় সময় দুপুরে চিনলে এয়ারপোর্টের কাছে বিধ্বস্ত হয়, যা ফিনিক্স শহর থেকে প্রায় ৩০০ মাইল উত্তর-পূর্বে অবস্থিত। স্থানীয় পুলিশ কমান্ডার এমেট ইয়াজি বলেন, তারা চিনলে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু একটা ভুল হয়ে যায়।
প্রসঙ্গত, গত জানুয়ারিতেও যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে আরেকটি মেডিকেল পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছিল। সেই দুর্ঘটনায় বিমানের ভয়েস রেকর্ডার কাজ করছিল না বলে এনটিএসবি জানিয়েছিল।
