লন্ডনে তারেক রহমান ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক


লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
সূত্র জানায়, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, সরকার গঠনের সম্ভাব্য রূপরেখা, এবং বিএনপির নির্বাচনী পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিএনপি যদি নির্বাচনে জয়লাভ করে, তাহলে তারা কী ধরনের সরকার গঠন করবে-এমন বেশ কিছু মৌলিক বিষয় বৈঠকে গুরুত্ব পায়।
বৈঠকের নির্দিষ্ট সময় ও স্থান, আলোচনা কতটা ফলপ্রসূ ছিল কিংবা ভবিষ্যতে এ ধরনের সংলাপ আরও চলবে কি না-এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবুও কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠক বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এন কে/বিএইচ
