কুবিতে শহীদ আব্দুল কাইয়ূমের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিক্ষার্থী আব্দুল কাইয়ূমের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট ও ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন সহহলের হাউজ টিউটর, ডেপুটি রেজিস্ট্রার ও হলের আবাসিক শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা শহীদ আব্দুল কাইয়ূমের সাথে কাটানো সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্লুত হয়ে পড়েন।
ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের হলের আবাসিক শিক্ষার্থী এমরান হোসেন বলেন, 'কাইয়ূম ভাই আমার পাশের রুমেই থাকতেন। তার সাথে যখন দেখা হতো তখন তিনি সবাইকে আপনি করে সম্বোধন করতেন। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন এবং সবাইকে নামাজ পড়ার জন্য আহবান করতেন। তিনি বেশিরভাগ সময় নিজের বাসায় থাকতেন এবং পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করতেন। আমরা চাই পরবর্তীতে যেই প্রশাসন আসুক এই দিনটি যাতে পালন করা হয়।'
কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট মো. হারুন বলেন, 'যখন সোশ্যাল মিডিয়ায় তার (আব্দল কাইয়ূম) ছবি দেখতে পাই তখন মনে হয়েছিল ছেলেটি অসম্ভব ভালো ছেলে। পরবর্তীতে বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে মাধ্যমে তার সম্পর্কে জানতে পারি যে আমার ধারনা ঠিক ছিল। আজকে যখন তার বাবার সাথে দেখা হয় তখন একজন পিতা হিসেবে তাকে স্বান্তনা দিতে পারিনি। জানিনা তিনি কিভাবে সহ্য করছে একজন সন্তান হারানোর কষ্ট। আমরাও কারো না কারো সন্তান, তাই কোনো কিছু করার আগে আমাদের চিন্তা করা উচিত আমাদের পিতা-মাতার কথা। আমরা এখানে একটি পরিবার হিসেবে আছি তাই সবাই সবার বিপদে এগিয়ে যাবো ও সহোযোগিতার হাত বাড়িয়ে দিবো।'
