বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনে তারেক রহমান ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক সচিবালয় ও যমুনা ভবন এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা ডিএমপির নির্বাচনের ঘোষণা জাতিকে আশার আলো দেখিয়েছে: কাদের গনি চৌধুরী দেশ ও জনগণের স্বার্থে ঐক্যের আহ্বান তারেক রহমানের জুলাই ঘোষণাপত্রের আয়োজনে ৮ বিশেষ ট্রেনে বেশিরভাগ আসন ফাঁকা ছিল জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির বিজয় র‌্যালি শুরু নির্বাচনের আগে লটারির মাধ্যমে এসপি ও ওসিদের পদায়ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা আল হিলালের সিদ্ধান্তে বিপর্যয়, আসছে বড় শাস্তি শুক্রবার ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান গণমাধ্যম মুক্ত নয়, বিপক্ষে গেলে মবের শিকার হচ্ছে: মানবজমিন সম্পাদক
  • আবারও কেঁপে উঠল ইরান, দক্ষিণাঞ্চলে মাঝারি মাত্রার ভূকম্পন

    আবারও কেঁপে উঠল ইরান, দক্ষিণাঞ্চলে মাঝারি মাত্রার ভূকম্পন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভূমিকম্পপ্রবণ দেশ ইরান আবারও কেঁপে উঠেছে এক শক্তিশালী ভূকম্পনে। দেশটির দক্ষিণাঞ্চলে মঙ্গলবার (৫ আগস্ট) এই কম্পন অনুভূত হয়।
    জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্রের বরাত দিয়ে জানা গেছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭৩।

    ভূমিকম্পের পরপরই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নিশ্চিতভাবে পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে অপেক্ষাকৃত গভীরে, যার ফলে এর প্রভাব কিছুটা সীমিত ছিল বলে ধারণা করা হচ্ছে।

    দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছে এবং জরুরি সতর্কতা জারি করেছে দক্ষিণাঞ্চলীয় এলাকায়।

    মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলে এই ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭৩ এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের গভীরতা কম হওয়ায় এর অভিঘাত আরও তীব্রভাবে অনুভূত হয়। ইরান এমনিতেই ভূমিকম্পপ্রবণ অঞ্চল, যেখানে বিভিন্ন সময়েই মাঝারি থেকে বড় মাত্রার কম্পন হয়ে থাকে।

     এই ভূমিকম্পের বিষয়ে প্রথম নিশ্চিত করে জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (GFZ)। তারা জানায়, ৫ আগস্ট দক্ষিণ ইরানে যে কম্পন অনুভূত হয়েছে, সেটি ছিল রিখটার স্কেলে ৫.৭৩ মাত্রার। উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে হওয়ায় নিকটবর্তী অঞ্চলে কম্পনের প্রভাব বেশি পড়ে।

    যদিও এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন বা আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করা হয়নি, তবে ভূমিকম্পের তীব্রতা ও গভীরতা বিবেচনায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

     গত এক বছরে ইরানের বিভিন্ন অঞ্চলে একাধিক ভূমিকম্প হয়েছে। গত জুন মাসেই দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল, যাতে করে বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা কিছুটা সময়ের জন্য বিঘ্নিত হয়েছিল। তথ্যসূত্র : খালিজ টাইমস


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন