ঢাকায় হতে যাচ্ছে প্রথম বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশের ক্রিকেটের উন্নয়ন ও কাঠামোগত সংস্কারের লক্ষ্যে নতুন একটি উদ্যোগের ঘোষণা দিয়েছেন।
আগামী ৯ ও ১০ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স’, যা হবে দেশের ক্রিকেট সংশ্লিষ্টদের বৃহত্তম সমাবেশ। এতে অংশ নেবেন জাতীয় ও ঘরোয়া পর্যায়ের কোচ, খেলোয়াড়, আম্পায়ার, সংগঠক এবং প্রশাসনিক কর্মকর্তারা।
বিসিবির সভাপতি বলেন, “আমাদের লক্ষ্য একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে দেশের ক্রিকেটের ভিত্তি আরও শক্তিশালী করা। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি কাঠামোগত উন্নয়ন, প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হবে এই কনফারেন্সে।”
তিনি আরও জানান, এই কনফারেন্সের মাধ্যমে নতুন প্রজন্মের ক্রিকেটার তৈরির রোডম্যাপ এবং আধুনিক ক্রিকেট অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা প্রণয়ন করা হবে।
বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে টেকনিক্যাল সেশন, প্যানেল আলোচনা ও ওয়ার্কশপ থাকবে, যেখানে অংশগ্রহণকারীরা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে মতামত দেবেন।
বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ দেশের ক্রিকেট প্রশাসনে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
বিসিবির সভাপতি বুলবুল বলেন, এই কনফারেন্সের মূল উদ্দেশ্য হলো দেশের ক্রিকেট সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারকে এক ছাদের নিচে এনে বাংলাদেশ ক্রিকেটের ভিশন ও মিশন নিয়ে আলোচনা করা এবং দেশের ক্রিকেটকে আরও সমৃদ্ধশালী করা।
তিনি উল্লেখ করেন, দেশের ৬৪ জেলায় এবং আটটি বিভাগে ক্রিকেট ছড়িয়ে আছে। তাই জেলার প্রেসিডেন্ট, ক্রীড়া অফিসার, কোচ, নারী উদ্যোক্তা সহ সব স্টেকহোল্ডারকে একত্রিত করে বোঝার চেষ্টা করা হবে কীভাবে বিসিবি তাদের সহায়তা করতে পারে এবং কিভাবে সবাই মিলে বাংলাদেশের ক্রিকেটকে আরও এগিয়ে নেওয়া যায়।
আমিনুল ইসলাম বুলবুলের ‘ট্রিপল সেঞ্চুরি’ নামের কার্যক্রমের অংশ হিসেবে বিসিবি ইতোমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে অফিস চালু করার উদ্যোগ নিয়েছে। এই কনফারেন্স সেই ধারাবাহিকতায় দেশের ক্রিকেটের বিকাশে নতুন দিগন্ত উন্মোচনের আশা জাগাচ্ছে।
বুলবুল বলেন, দিনশেষে আমরা সবাই বাংলাদেশে ক্রিকেট খেলব, ক্রিকেট নিয়ে আনন্দ করব। আশা করব এই কনফারেন্স সফল হবে এবং এখান থেকে বাংলাদেশের ক্রিকেটের নতুন যাত্রা শুরু হবে।