শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচি: শ্রেণি কক্ষে পাঠদান বন্ধ থাকবে এবি পার্টি নির্বাচন সূচনায়, ১০৯ আসনের জন্য প্রার্থী চূড়ান্ত আর্জেন্টিনা দলের গর্বিত স্পন্সর হিসেবে স্বীকৃতি পেলো ওয়ালটন হতাশা ভুলে নতুন উদ্দীপনায় ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা নারী ওয়ানডে বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাটিংয়ে চিফ প্রসিকিউটর বললেন, শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ স্কোয়াডে নতুন সম্ভাবনার সন্ধান ঢাকায় গ্রেপ্তার ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত কাদের ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে নির্বাচনি প্রচারণায় ইসির ৭ নির্দেশনা আজ ‘মার্চ টু যমুনা’: কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের উপস্থিতি বৃদ্ধি
  • ঢাকায় সুফি সঙ্গীতের মায়াবী রাত—‘শাম-ই-নুসরাত’

    ঢাকায় সুফি সঙ্গীতের মায়াবী রাত—‘শাম-ই-নুসরাত’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর জাতীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে শুরু হবে বিশেষ সুফি সঙ্গীতের এই আয়োজন। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো মহান শিল্পী নুসরাত ফতেহ আলী খানের অসাধারণ সঙ্গীত ঐতিহ্য, আধ্যাত্মিক সুর এবং মানবপ্রেমের বার্তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।

    অনুষ্ঠানে পরিবেশিত হবে সুফি ঘরানার চিরন্তন কাওয়ালী ও আধ্যাত্মিক সঙ্গীত, যা শ্রোতাদের নিয়ে যাবে এক অনন্য মরমি অনুভূতির জগতে।

    বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চে থাকবে বাংলাদেশের জনপ্রিয় সুফি ব্যান্ড ক্বরার-দ্য সুফি ব্যান্ড, যারা নুসরাত ফতেহ আলী খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থাপন করবে এক বিশেষ শ্রদ্ধানিবেদন পরিবেশনা। পাশাপাশি থাকছে মনোমুগ্ধকর সুফি নৃত্য পরিবেশনা, যা সন্ধ্যার আবহকে আরও রহস্যময় ও মায়াময় করে তুলবে।

    এই বিশেষ আয়োজনের যৌথ উদ্যোগে রয়েছে ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশন এবং ক্বরার– দ্য সুফি ব্যান্ড।

    আয়োজকদের ভাষায়, শাম-ই-নুসরাত শুধুমাত্র একটি সঙ্গীতানুষ্ঠান নয়, এটি হবে নুসরাত ফতেহ আলী খানের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং তার সঙ্গীতধারাকে নতুন প্রজন্মের হৃদয়ে পৌঁছে দেয়ার একটি নিবেদন।

    সুফি সঙ্গীতপ্রেমীদের জন্য “শাম-ই-নুসরাত” হতে যাচ্ছে এক অবিস্মরণীয়, আত্মার ছোঁয়াযুক্ত মরমি সন্ধ্যা, যেখানে সুর, তাল ও আধ্যাত্মিকতার মিলনে প্রতিধ্বনিত হবে নুসরাতের চিরন্তন গানের জাদু। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার সময় টেলিভিশন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন