শাহ আমানত বিমান বন্দরে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকির পণ্য জব্দ


চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মাস্কাট থেকে আগত সালাম এয়ারের একটি ফ্লাইটে আসা দুই যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকির পণ্য জব্দ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বিমানবন্দরের কাস্টমস হলে যৌথভাবে তল্লাশি চালায় বিমানবন্দর কাস্টমস, এনএসআই, ডিজিএফআই এবং শুল্ক গোয়েন্দা বিভাগ।
তল্লাশিতে দুই যাত্রীর ব্যাগেজ থেকে মোট ৫৩৬ কার্টন সিগারেট এবং ৮টি স্মার্টফোন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য যথাক্রমে ১৮ লাখ ৭৬ হাজার টাকা ও ৪ লাখ ৪০ হাজার টাকা।
উদ্ধারকৃত পণ্যের বিস্তারিত অনুযায়ী, যাত্রী মোহাম্মদ সেলিমের ব্যাগে পাওয়া যায় ২৬৬ কার্টন সিগারেট ও ৪টি গুগল পিক্সেল স্মার্টফোন। অন্য যাত্রী দিলিপ দাশের কাছ থেকে পাওয়া যায় ২৭০ কার্টন সিগারেট, ২টি গুগল পিক্সেল ও ২টি সনি এক্সপেরিয়া স্মার্টফোন।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, পণ্যগুলো ব্যাগেজ বিধিমালা ২০২৫ অনুযায়ী আমদানি নিয়ন্ত্রিত হওয়ায় এবং যাত্রীরা নিয়মিত বিদেশ যাতায়াত করেন (ফ্রিকোয়েন্ট ট্রাভেলার) এসব বিবেচনায় পণ্যগুলো ডিপার্চার মেমো (ডিএম) মূলে আটক করা হয়। পরে দুই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
