শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচি: শ্রেণি কক্ষে পাঠদান বন্ধ থাকবে এবি পার্টি নির্বাচন সূচনায়, ১০৯ আসনের জন্য প্রার্থী চূড়ান্ত আর্জেন্টিনা দলের গর্বিত স্পন্সর হিসেবে স্বীকৃতি পেলো ওয়ালটন হতাশা ভুলে নতুন উদ্দীপনায় ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা নারী ওয়ানডে বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাটিংয়ে চিফ প্রসিকিউটর বললেন, শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ স্কোয়াডে নতুন সম্ভাবনার সন্ধান ঢাকায় গ্রেপ্তার ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত কাদের ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে নির্বাচনি প্রচারণায় ইসির ৭ নির্দেশনা আজ ‘মার্চ টু যমুনা’: কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের উপস্থিতি বৃদ্ধি
  • এবার আপনার হয়ে কেনাকাটাও করে দেবে চ্যাটজিপিটি 

    এবার আপনার হয়ে কেনাকাটাও করে দেবে চ্যাটজিপিটি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি মানুষের জীবনে অনন্য সুবিধা নিয়ে এসেছে। তথ্য জানতে, পরামর্শ পেতে বা মন খারাপের সময় সঙ্গী হিসেবে ব্যবহার করা যেতো, এবার সেই চ্যাটবট আপনার হয়ে সরাসরি কেনাকাটাও করবে।

    এবার থেকে, চ্যাটজিপিটিতে কোনো পণ্যের খোঁজ করার পর চ্যাট উইন্ডো ছাড়াই সরাসরি কেনাকাটা শেষ করা সম্ভব। মুহূর্তের মধ্যে গ্রাহক ঠিক যেটি কিনতে চাইছেন, সেটি হাতে পৌঁছে যাবে।

    আচ্ছা বুঝিয়ে বলছি, এবার থেকে চ্যাটজিপিটি শুধু পরামর্শ দেবে এমন নয়। এবার তারা সরাসরি জিনিসপত্র কেনাতেও সাহায্য করবে। ওপেনএআই ঘোষণা করেছে, চালু হচ্ছে ইন্সট্যান্ট চেকআউট ফিচার। আর সেই শুরু হচ্ছে ইটসি এবং শোপিফাই-এর মতো ই-কমার্স জায়ান্টদের সঙ্গে।

    এই পুরো প্রক্রিয়া গ্রাহকদের জন্য পণ্য খোঁজা ও তা কেনার মধ্যের দূরত্ব কমিয়ে আনবে। অন্যদিকে, বিক্রেতারা ঠিক সেই মুহূর্তে গ্রাহকের কাছে পৌঁছাতে পারবেন, যখন তিনি কেনার সিদ্ধান্ত নিচ্ছেন। ইটসি, শোপিফাই-এর হাত ধরে ইন্সট্যান্ট চেকআউট অনলাইন কেনাকাটার ভবিষ্যৎকে আমূল পরিবর্তন করতে চলেছে।

    আশা করা যায় ভবিষ্যতে অ্যামাজন, ফ্লিপকার্ট বা অন্যান্য ই-কমার্স ওয়েবসাইটও এই একই পথে পা বাড়াবে। অর্থাৎ আগামীতে চ্যাটবট শুধু তথ্য দেবে, এমন নয়। লেনদেনও পরিচালনা করবে। সেই সঙ্গে শোনা যাচ্ছে মেসেজিং প্ল্যাটফর্মের মতো একে অন্যের সঙ্গে চ্যাট করা যাবে এই চ্যাটজিপিটিতে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন