সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • এ দেশে চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য যেন পরিণত হতে না পারে: তারেক রহমান যিনি সম্মানের যোগ্য, তাকে সেই সম্মান দিতে হবে: মাহফুজ আলম নির্বাচনী প্রস্তুতি যথাযথভাবে নিচ্ছে ইসি, তবে আইনশৃঙ্খলা কিছুটা দুর্বল যেভাবে বুঝবেন আপনার বন্ধুরা ছদ্মবেশী ইউক্রেন যুদ্ধ বন্ধের বদলে কী কী চান পুতিন লালবাগে গণপিটুনিতে নিহত যুবক কিলার বাবু প্রজাতন্ত্রের কর্মকর্তাদের রাজনৈতিক নিরপেক্ষ থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার চীনের উন্নত সাবমেরিনে সজ্জিত পাকিস্তান, উদ্বেগে ভারত একনেকে ১১টি নতুন প্রকল্প অনুমোদন, ব্যয় ৯,৩৬১ কোটি টাকা এক বছর পেরিয়ে গেলেও বাফুফের পুরস্কার পাননি সাবিনারা
  • ভয়াবহ বন্যায় পাকিস্তানে ৩৪০ জনের মৃত্যু

    ভয়াবহ বন্যায় পাকিস্তানে ৩৪০ জনের মৃত্যু
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে প্রবল বৃষ্টিপাত ও বন্যার কারণে শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা ৩৪০ জনে পৌঁছেছে। দেশটির বিভিন্ন জেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বুন জেলা, যেখানে আরও প্রাণহানি ঘটেছে। এই পরিস্থিতি বিবেচনা করে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) পর্বতাঞ্চলে পর্যটন সীমিত রাখার পরামর্শ দিয়েছে। এনডিএমএ-এর সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বর্ষাকালের ২৬ জুন থেকে ১৬ আগস্ট পর্যন্ত দেশজুড়ে মোট মৃতের সংখ্যা ৬৪৫। এদের মধ্যে সর্বাধিক প্রাণহানি খাইবার পাখতুনখোয়া প্রদেশে (৩৮৩ জন) এবং পাঞ্জাব প্রদেশে ১৬৪ জনের।

    গত ৪৮ ঘণ্টায় খাইবার পাখতুনখোয়ার স্বাত, বুনের, বাজুর, তোরঘার, মানসেরা, শাংলা এবং বাত্তাগ্রাম জেলায় প্রবল পাহাড়ি স্রোত বহু মানুষকে ভাসিয়ে নিয়ে গেছে। এনডিএমএ ওই অঞ্চলে ৩১২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে গিলগিত-বাল্টিস্তান এবং আজাদ কাশ্মীরেও যথাক্রমে ৯ ও ১১ জনের মৃত্যু হয়েছে।

    সংবাদমাধ্যম পাকিস্তান টুডে জানায়, উদ্ধারকারীরা নৌকা ও হেলিকপ্টারের সাহায্যে খাইবার পাখতুনখোয়া এবং অন্যান্য অঞ্চলে আটকে পড়া মানুষ ও পর্যটকদের উদ্ধার করতে কাজ করেছেন। অ্যাম্বুল্যান্স মৃতদেহ নিয়ে যাচ্ছে।

    এক বিবৃতিতে এনডিএমএ বলেছে, প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বর্ষার তীব্রতার কারণে পর্বতাঞ্চলে পর্যটন সীমিত করার পরামর্শ জারি করেছে।

    পৃথকভাবে, খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রশাসন বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

    প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এক বিবৃতিতে বলেছে, ঝুঁকিপূর্ণ জেলাগুলিতে ১৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত জরুরি অবস্থা কার্যকর থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন