বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • মালয়েশিয়া সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা গোপালগঞ্জ স্বেচ্ছাসেবক দল নেতা সুজন সিকদার গ্রেপ্তার বিএনপি ক্ষমতায় এলে পুলিশ হত্যা মামলায় ফাঁসানো হতে পারে আনিসুলদের মামলা প্রত্যাহার, জিএম কাদেরের কার্যক্রমে আর বাধা নেই ৫ দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের এক মাসের আলটিমেটাম সরকারকে শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহারে ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ স্বাভাবিক বিশিষ্ট শিক্ষাবিদ ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক যতীন সরকার আর নেই ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না: অর্থ উপদেষ্টা তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর: খোলা হলো ৪৪ গেইট নির্বাচনের তফসিলের আগে সরকার থেকে সরে আসবেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • প্রতিদিন শ্যাম্পু করাটা কতটা নিরাপদ

    প্রতিদিন শ্যাম্পু করাটা কতটা নিরাপদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অনেকেই ভাবেন প্রতিদিন চুল ধোয়া চুলের ক্ষতি করে, বিশেষ করে বাংলাদেশের গরম এবং আর্দ্র আবহাওয়ায়। তবে কেশ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সঠিক পদ্ধতিতে প্রতিদিন চুল ধোলাই চুলের স্বাস্থ্যের জন্য উপকারি হতে পারে।

    যুক্তরাষ্ট্রের কেশ পরিচর্যার প্রসিদ্ধ ব্র্যান্ড 'কালিস্টা'র প্রতিষ্ঠাতা এবং কেশ-পরিচর্যাবিদ মারিয়া ম্যাককুল এ বিষয়ে নতুন ধারণা দিচ্ছেন। ওয়েলঅ্যান্ডগুড ডটকম এ প্রকাশিত এক প্রতিবেদনে তিনি বলেন, "আজকাল শ্যাম্পু পণ্যগুলোর গুণগত মান আগের তুলনায় অনেক উন্নত, ফলে প্রতিদিন শ্যাম্পু ব্যবহারে চুলের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কম।"

    পুরানো ধারণার পেছনে কারণ

    আগে প্রচলিত শ্যাম্পুগুলো সালফেট-সমৃদ্ধ ছিল, যা চুলের প্রাকৃতিক তেল শুষে নিতো। এর ফলে চুল শুষ্ক ও ভঙ্গুর হয়ে পড়ত, এবং বিশেষজ্ঞরা কম শ্যাম্পু ব্যবহারের পরামর্শ দিতেন। তবে বর্তমানে ‘হেয়ার কেয়ার ইন্ডাস্ট্রি’ অনেক উন্নত হয়েছে। আজকালকার শ্যাম্পুগুলো সালফেটমুক্ত এবং এতে চুলের জন্য উপকারী উপাদান যেমন 'সপ্যালমেটো', 'রেড ক্লোভার' এবং 'উইলো হার্ব' থাকে।

    প্রতিদিন চুল ধোয়ার উপকারিতা

    মারিয়া ম্যাককুল বলেন, "নিয়মিত চুল ধোয়ার মাধ্যমে মাথার ত্বক থেকে মৃত কোষ, ধুলাবালি এবং ঘাম দূর হয়, যা চুলের বৃদ্ধি বৃদ্ধিতে সহায়ক।" তিনি আরও বলেন, "আপনি যেমন প্রতিদিন মুখ পরিষ্কার করেন, ঠিক তেমনি চুলও নিয়মিত পরিষ্কার করা উচিত, বিশেষত যারা ব্যায়াম করেন বা বাইরে কাজ করেন, তাদের জন্য প্রতিদিন চুল ধোয়া জরুরি।"

    বাংলাদেশের গরম ও আর্দ্র আবহাওয়া মাথার ত্বকে তেল, ধুলো এবং ঘাম জমতে পারে, যা চুলকানি বা খুশকির সৃষ্টি করতে পারে। তাই নিয়মিত চুল ধোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    চুল পড়া এবং সুস্থ চুলের সম্পর্ক

    একটি সাধারণ ভুল ধারণা হলো, বেশি শ্যাম্পু করলে চুল পড়ার হার বেড়ে যায়। তবে বাস্তবে, অপরিষ্কার মাথার ত্বকে ডিএইচটি (ডাইহাইড্রোটেস্টোস্টেরন) হরমোন জমে যায়, যা চুলের ফলিকল বা গোড়া বন্ধ করতে পারে এবং চুল পড়ার কারণ হতে পারে। তাই নিয়মিত চুল ধোলেও চুল পড়ার হার কমে আসবে।

    এছাড়া, চুলের গোড়া পরিষ্কার না রাখলে খুশকি, চুলকানি, এবং ফাঙ্গাস সংক্রমণের মতো সমস্যা দেখা দিতে পারে, যা চুল পড়ার অন্যতম কারণ।

    সঠিকভাবে চুল ধোয়ার উপায়

    সালফেটমুক্ত, পুষ্টিগুণসম্পন্ন শ্যাম্পু ব্যবহার করতে হবে এবং চুলে খুব বেশি গরম পানি ব্যবহার করা এড়ানো উচিত, কারণ এটি মাথার ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করতে পারে। শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করা উচিত, বিশেষ করে শুষ্ক চুলের জন্য। চুল ধোয়ার সময় মাথার ত্বকে হালকা ম্যাসাজ করতে হবে, যাতে রক্তসঞ্চালন ভালো হয় এবং চুলের বৃদ্ধি বৃদ্ধি পায়।

    চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু নির্বাচন

    • তেলতেলে চুল: প্রতিদিন মাইল্ড শ্যাম্পু ব্যবহার করা যায়।
    • শুষ্ক চুল: দু-তিন দিন পরপর শ্যাম্পু করা ভালো এবং কন্ডিশনার ব্যবহার করা উচিত।
    • কার্লি বা কোঁকড়ানো চুল: হাইড্রেটিং শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করা উপকারী।
    • সংবেদনশীল মাথার ত্বক: সালফেট-মুক্ত, প্রাকৃতিক উপাদানসমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করা উচিত।

    বাজারে কিছু ভালো মানের সালফেটমুক্ত শ্যাম্পুর মধ্যে রয়েছে ট্রেসেমে কেরাটিন স্মুথ, ডাভ অ্যান্টি-ড্যানড্রাফ, লোরিয়াল প্যারিস হাইড্রা কেয়ার, প্যান্টিন প্রো-ভি হেয়ার ফল কন্ট্রোল, এবং হার্বাল এসেন্সেস বায়ো রিনিউ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন