রবিবার, ১০ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • মানসিক সংস্কার ছাড়া মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়: সালাহউদ্দিন আহমদ কোরিয়ার বিপক্ষে সাময়িক সুবিধা পেলেও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ সোহান-আফিফদের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল পৌঁছাল অস্ট্রেলিয়ার ডারউইনে আমাদের উন্নতি হজম করতে পারছে না যুক্তরাষ্ট্র, আপস করবে না ভারত: নাইডু ১২ আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা তুরস্কের আহ্বান: গাজা দখল রোধে মুসলিম বিশ্বে ঐক্য গড়ে তুলুন নিষিদ্ধ আওয়ামী লীগের বিদেশ কার্যক্রম, নজর রাখছে সরকার: প্রেস সচিব মাজার ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালালে কাউকেই ছাড় দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা বাংলাদেশ এগিয়ে গেলেও সমতা ফেরালো দক্ষিণ কোরিয়া খসড়া ভোটার তালিকা প্রকাশ: নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ
  • বৃষ্টিতে রাজধানীর বাজার আগুন, পেঁয়াজ-সবজি-ডিমে ঊর্ধ্বগতি

    বৃষ্টিতে রাজধানীর বাজার আগুন, পেঁয়াজ-সবজি-ডিমে ঊর্ধ্বগতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর বাজারে—যোগানে বড় ধরনের ঘাটতি না থাকলেও দামে লেগেছে আগুন। পেঁয়াজের মোকামে চড়া দর, কয়েক দিনের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে ২০ টাকা। একাধিক সবজির দাম পেরিয়েছে শতকের ঘর। ছুটির দিনে নিয়মমাফিক কিছুটা বেড়েছে পোল্ট্রির দাম, যা এখন প্রায় অভ্যাসে পরিণত হয়েছে। ডিমের বাজারেও দেখা দিয়েছে অস্থিরতা। একইসঙ্গে মাছ ও ডালের দামও ক্রমশ ঊর্ধ্বমুখী।

    শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে পাওয়া গেছে এ চিত্র।

    দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টির প্রভাব পড়েছে বাজারে। বেড়েছে নিত্যপণ্যের দামে। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বেগুন, করলা, শসা, টমেটোর দাম শতকের ঘর ছাড়িয়েছে। মানভেদে ৬০ থেকে ৮০ টাকা কেজির নিচে নেই কোন সবজি। আড়াইশো গ্রাম কাঁচামরিচের জন্য দিতে হবে ৫০ টাকা।

    বাজারে আলুর দাম কেজিতে ৫ টাকা কমে কোথাও কোথাও ২০ টাকায় নেমেছে। ভালো মানের প্রতি কেজি আলু কিনতে ২৫-৩০ টাকা লাগছে। দফায় দফায় টমেটোর দাম বেড়ে এরই মধ্যে ২০০ টাকা হয়েছে। গাজরের কেজি উঠেছে ১৬০ টাকায়।

    দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিতে ফসলের জমি তলিয়ে যাওযায়, সরবরাহ কমেছে— এমন দাবি বিক্রেতাদের। তারা বলেন, টানা বৃষ্টির কারণে গত এক সপ্তাহে বাজারে পণ্য সরবরাহে সমস্যা হয়েছে। যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

    সপ্তাহের অন্যান্য দিনে দাম কিছুটা কম থাকলেও, ছুটির দিনে ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বেশি হাঁকছেন বিক্রেতারা; কেজিপ্রতি ১৭০ টাকা। ৩০০ টাকা কেজিতে অপরিবর্তিত আছে লেয়ারের বাজার। তবে, অস্বাভাবিক দাম বেড়েছে সোনালী মুরগির। এক কেজির জন্য দিতে হবে ৩৪০ টাকা।

    তিন সপ্তাহ ধরে মাছের দরে চড়াভাব। বিদেশি আর নদী তো বটেই, চাষের মাছ কিনতেও হিমশিম অবস্থা মধ্যবিত্তের। ব্যবসায়ীদের যুক্তি, জলাশয়ে উৎপাদন কমে গেছে। আগের মত আমদানি হচ্ছে না ভারত ও মিয়ানমার থেকে। একই চিত্র হাওড় ও বিল অধ্যুষিত জেলায়।

    ইলিশের দাম অনেক আগেই বেড়ে সাধারণের নাগালের বাইরে চলে গেছে। অথচ এখন ইলিশের ভরা মৌসুম। এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৯০০ টাকা কেজি। এই দামে ৫০ কেজি চাল কেনা যায়। এ ছাড়া ৪০০-৫০০ গ্রাম ওজনের ইলিশের দাম ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা কেজি। ছোট ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়।

    চরম অস্বস্তি আছে ডিমের বাজারে। মাত্র চার দিনের ব্যবধানে ডজনে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। চড়া দামে অপরিবর্তিত আছে মিনিকেট ও নাজিরশাইলসহ অন্যান্য চালের দাম। ৫৫ থেকে ৬০ টাকায় মিলছে মোটা চাল।

    সরবরাহের ঘাটতি না থাকলেও দু’দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। ৬০ টাকা কেজির পেঁয়াজ, কিনতে হচ্ছে ৮০ টাকায়। ডাল কিনতেও গুণতে কহবে বাড়তি টাকা। কেজিতে ১৫ টাকা বেড়ে প্রতি কেজি দেশি মশুর ডাল বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন