সোমবার, ০৪ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ছাত্র-জনতাকে ঢাকায় আনতে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া জাতীয় নাগরিক পার্টির ২৪ দফা ইশতেহার ঘোষণা কেন্দ্রীয় শহিদ মিনারে ষড়যন্ত্রের ছায়া রাষ্ট্রযন্ত্রে: প্রশ্ন উঠবেই, চাপা দেওয়া যাবে না রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ, জুলাইয়ে এসেছে ২৪৮ কোটি ডলার জনগণের অধিকার ও উন্নয়নে রাজনীতি করতে চায় বিএনপি: তারেক রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের দেশে জনগণের সরকার জরুরি: এ্যানি কারিগরি শিক্ষায় ১৫০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর বাংলাদেশ ও এডিবির নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন ড. ইউনূস ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপন করা হবে 'জুলাই ঘোষণাপত্র'
  • যাদের জন্য ডাবের পানি হতে পারে বিপজ্জনক

    যাদের জন্য ডাবের পানি হতে পারে বিপজ্জনক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ডাবের পানিকে বলা হয় প্রকৃতির অন্যতম সেরা হাইড্রেটিং পানীয়। পুষ্টি ও ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ এই পানীয় গরমে শরীরকে সতেজ রাখতে, ডিটক্সিফিকেশন ও শক্তি জোগাতে অনেক কার্যকরি। মিষ্টি স্বাদ ও খনিজসমৃদ্ধ হওয়ার কারণে এটি স্বাস্থ্যসচেতন মানুষ কিংবা অসুস্থতা থেকে সেরে ওঠা রোগীদের কাছে জনপ্রিয়। তবে, সবার জন্য ডাবের পানি নিরাপদ নয়। ডাবের পানি সুপার ড্রিংক হিসেবে বিখ্যাত হলেও এর অতিরিক্ত সেবনে বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি। বিশেষজ্ঞদের মতে, কিছু কিছু ক্ষেত্রে এটি বিপদ ডেকে আনতে পারে। যেমন-

    ১. যাদের কিডনির সমস্যা

    ডাবের পানিতে প্রচুর পটাশিয়াম থাকে। সুস্থ মানুষের জন্য এটি উপকারী হলেও, কিডনি রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত পটাশিয়াম কারণ কিডনিতে মারাত্মক প্রভাব ফেলতে পারে।

    ২. ডায়াবেটিসে আক্রান্ত যারা

    ডাবের পানিতে প্রাকৃতিক শর্করা থাকলেও অতিরিক্ত পান করলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের পরিমিত পরিমাণে পান করা উচিত নাহলে শরীরের উপর প্রভাব পড়তে পারে।

    ৩. যারা লো-ক্যালোরি ডায়েটে আছেন

    ডাবের পানিতে ক্যালোরি খুব বেশিও থাকেনা বা কমও থাকেনা। তবে নিয়মিত খেলে ওজন নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে। তাই যারা ওজন কমাতে চান, তাদের জন্য সাধারণ জলই নিরাপদ বিকল্প।

    ৪. নির্দিষ্ট ওষুধ সেবনকারীদের জন্য ঝুঁকি

    যারা নির্দিষ্ট কোনো ওষুধ খাচ্ছেন, তাদের ক্ষেত্রে ডাবের পানির উচ্চ পটাশিয়াম ওষুধের কার্যকারিতায় বাধা দিতে পারে। তাই নিয়মিত খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

    ৫. অ্যাথলেটদের জন্য উপযোগী

    তীব্র ব্যায়ামের পর শরীর থেকে বেশি সোডিয়াম হারায়, পটাশিয়াম নয়। কিন্তু ডাবের পানিতে সোডিয়ামের পরিমাণ খুব কম। তাই ম্যারাথন রানার বা হেভি ওয়ার্কআউট করা ক্রীড়াবিদদের জন্য স্পোর্টস ড্রিংক বেশি উপযোগী।

    জল পুষ্টিকর ও সতেজকর হলেও সবাইয়ের জন্য নয়। বিশেষ রোগে আক্রান্ত বা নির্দিষ্ট ওষুধ সেবনকারী হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত পান করা উচিত নয়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন