সোমবার, ০৪ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ছাত্র-জনতাকে ঢাকায় আনতে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া জাতীয় নাগরিক পার্টির ২৪ দফা ইশতেহার ঘোষণা কেন্দ্রীয় শহিদ মিনারে ষড়যন্ত্রের ছায়া রাষ্ট্রযন্ত্রে: প্রশ্ন উঠবেই, চাপা দেওয়া যাবে না রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ, জুলাইয়ে এসেছে ২৪৮ কোটি ডলার জনগণের অধিকার ও উন্নয়নে রাজনীতি করতে চায় বিএনপি: তারেক রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের দেশে জনগণের সরকার জরুরি: এ্যানি কারিগরি শিক্ষায় ১৫০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর বাংলাদেশ ও এডিবির নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন ড. ইউনূস ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপন করা হবে 'জুলাই ঘোষণাপত্র'
  • চকলেট-কফির প্রেমে হিমশীতল স্বাদ

    চকলেট-কফির প্রেমে হিমশীতল স্বাদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যারা একসাথে চকলেটের মোলায়েম স্বাদ আর কফির দারুণ তেজ খুঁজছেন, তাদের জন্য কফি আইসক্রিম উইথ চকলেট হতে পারে একদম পারফেক্ট ডেজার্ট। এই আইসক্রিমে ঠান্ডা ও ক্রিমি টেক্সচারের সঙ্গে মিশে থাকে কফির উজ্জ্বলতা ও চকলেটের গভীরতা—যা একসাথে এনে দেয় চমৎকার তৃপ্তি। গরম দিনে হোক বা ডিনারের পর কিছু মিষ্টি মুহূর্ত, এই ডেজার্ট হয়ে উঠতে পারে আপনার প্রিয় পছন্দ।

    উপকরণ : তরল দুধ ২ কাপ

    • লিকুইড গ্লুকোজ ১ টেবিল চামচ
    • চিনি ১/২ কাপ।
    • হুইপড ক্রিম ১/২ কাপ।
    • কফি ইমালশান ১/৪ চা.চামচ
    • ইন্সট্যান্ট কফি ১ টেবিল চামচ।
    • মিল্ক চকলেট ২৫০ গ্রাম
    • বাদাম কুচি পরিমাণ মত।

    প্রস্তুত প্রনালী: প্রথমে দুধ জ্বাল করে নিব। তারপর চিনি মেশাবো। কফি মেশাবো। চিনি গলে গেলে লিকুইড গ্লুকোজ দিয়ে নামিয়ে নিব।ঠান্ডা করে নিব। এবার হুইপড ক্রিম বিট করে মিশ্রনটা মেশাবো। কফি ইমালশান মেশাবো। । একটা স্কয়ার সাইজের ট্রেতে করে রেখে দিব১২ ঘন্টার জন্য। ১২ ঘন্টা পর চকলেট মেল্ট করে নিব। এবার আইসক্রিম লম্বা লম্বি ভাবে কেটে নিব। চকলেট ঠান্ডা করে নিব। চকলেটে কাঠির সাহায্য ডুবিয়ে নিব। উপরে বাদাম কুচি এবং চকলেট চিপস দিব। আবার ডিপে রাখব ১/২ ঘন্টার জন্য। তারপর নামিয়ে পরিবেশন করব।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন