রবিবার, ২৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • মিশিগানে ওয়ালমার্টে ছুরিকাঘাত, আহত ১১ সোমবারের মধ্যে দলগুলোর কাছে যাবে ‘জুলাই সনদ’ এর খসড়া: ড. আলী রীয়াজ তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি আজ এশিয়া কাপ ২০২৫: সময়সূচি প্রকাশ, আয়োজন করবে আমিরাত চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচন তারিখ জানাবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল জাতীয় বার্ন ইনস্টিটিউট: ৪ জন আশঙ্কাজনক, ২ জন সুস্থ হয়ে ফিরলেন বাড়ি নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ডিজিটাল ব্যবস্থাপনায় আসছে ওয়াকফ সম্পত্তি: ঘোষণা ধর্ম উপদেষ্টার উত্তরায় ভয়াবহ ট্রাজেডি, শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড মাইলস্টোন স্কুলের ছাত্র জারিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
  • স্বনির্ভর রোবট তৈরি করল চীন—বিশ্বে প্রথম

    স্বনির্ভর রোবট তৈরি করল চীন—বিশ্বে প্রথম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান নতুন এক মাইলফলক স্থাপন করেছে রোবটিক্স জগতে। তারা তৈরি করেছে এমন এক হিউম্যানয়েড রোবট, যা নিজে থেকে নিজের ব্যাটারি বদলাতে সক্ষম—এই প্রথমবারের মতো। বিশেষজ্ঞদের মতে, এটি রোবটের কর্মক্ষমতা ও নির্ভরযোগ্যতায় বড় ধরনের পরিবর্তন আনবে এবং মানব-রোবট সহযোগিতার নতুন দিক উন্মোচন করবে।

    এই রোবটটির নাম ‘ওয়াকার এস-২’। মানুষের আকৃতির মতোই এর গঠন, হাঁটাচলা, এমনকি ভার বহনের ক্ষমতাও মানুষের কাছাকাছি। ৫ ফুট ৩ ইঞ্চির ওয়াকার এস-২ রোবটটির ওজন প্রায় ৯৫ পাউন্ড। এতে ২০টি জয়েন্ট বা মেকানিজম রয়েছে যেগুলোর মাধ্যমে রোবটটি বিভিন্ন উপায়ে নমনীয়তার সাথে চলাচল করে পারে। ওয়াই-ফাই এবং ব্লুটুথের সাথেও সামঞ্জস্যপূর্ণ থাকায় রোবটটি নিরবচ্ছিন্ন সংযোগ তৈরি করতে পারে।

    প্রতি সেকেন্ডে ৭ কিমি গতিতে চলতে পারে এবং ৪০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে। তবে সবচেয়ে বেশি যা আলোচনায় এসেছে—ব্যাটারি শেষ হয়ে গেলেও এটি মানুষের সাহায্য ছাড়াই নিজে চার্জিং স্টেশনে গিয়ে ব্যাটারি বদলে ফেলতে পারে আর ব্যাটারিটির রিচার্জ হতে সময় লাগে প্রায় ৯০ মিনিট।

    এই প্রযুক্তির মাধ্যমে রোবটকে অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ করে তোলা সম্ভব হয়েছে। এখন আর তাকে চার্জ দেওয়ার জন্য মানুষের অপেক্ষা করতে হবে না। এই সক্ষমতা ভবিষ্যতের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষত স্বাস্থ্যসেবা ও শিল্পখাতে-রোবট ব্যবহারের ধরনই বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    সংস্থাটি জানিয়েছে, তারা আগামী বছর থেকেই 'ওয়াকার এস-২' রোবটের বাণিজ্যিক উৎপাদন শুরু করতে চায়। এরইমধ্যে বিভিন্ন হাসপাতাল ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে রোবটটির কার্যকারিতা নিয়ে কাজ শুরু হয়েছে। বিশেষ করে, রোবটটি বয়স্ক বা চলাফেরায় অক্ষম রোগীদের বিছানা থেকে হুইলচেয়ার বা অন্যত্র স্থানান্তর করতেও ব্যবহার করা যাবে।

    বিশ্বব্যাপী যেসব দেশ প্রযুক্তিনির্ভর সেবার দিকে ঝুঁকছে, সেখানে এমন রোবট বড় ভূমিকা রাখতে পারে। চীনা প্রযুক্তির সংস্থাটির এই উদ্ভাবন দেখিয়ে দিয়েছে, রোবটিক্স শুধু ভবিষ্যতের কথা নয়, এটি এখন বর্তমানেও জনপ্রিয় হয়ে উঠছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন