রবিবার, ২৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • বদলে যাবে ঢাবির রূপ, ঢেলে সাজাতে ২৮৪০ কোটি অনুমোদন একনেক থেকে জুলাই শহীদদের আবাসন প্রকল্প বাদ তীর্থযাত্রীদের হুড়োহুড়িতে মানসা দেবী মন্দিরে নিহত ৬ যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে ২৫ উড়োজাহাজ কিনবে সরকার বিএনপি ভবিষ্যতের রাষ্ট্র গঠনে টেকসই কাঠামোর লক্ষ্যে পরিকল্পিতভাবে এগোচ্ছে: মির্জা ফখরুল গাজার জন্য ১০ ঘণ্টার নীরবতা; মানবতা না কৌশলগত ছলনা? ময়মনসিংহে ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল : আপিল বিভাগ গোপালগঞ্জে সহিংসতা: প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা পায়নি পর্যবেক্ষণ দল আ.লীগের প্রধান কার্যালয় এখন 'ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট' চাঁদাবাজি করতে গিয়ে ধরা বৈষম্যবিরোধী ৫ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা
  • প্রতিবেশীর সঙ্গে রাস্তা নিয়ে বিরোধ? আইনজীবীর পরামর্শ জেনে নিন

    প্রতিবেশীর সঙ্গে রাস্তা নিয়ে বিরোধ? আইনজীবীর পরামর্শ জেনে নিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তাটি যদি প্রতিবেশীর জমির উপর দিয়ে যায়, তাহলে সেটি নিয়ে জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা থেকেই যায়। অনেক সময় দেখা যায়, কিছু প্রতিবেশী ইচ্ছাকৃতভাবে সেই পথ বন্ধ করে দেন বা নানা অজুহাতে বারবার বাধা সৃষ্টি করেন। এতে নিত্যদিনের যাতায়াত যেমন বিঘ্নিত হয়, তেমনি মানসিক চাপ ও বিরক্তিও বাড়ে। বিষয়টি ধীরে ধীরে বড় ধরনের সামাজিক বিরোধে রূপ নিতে পারে।

    এমন দুর্ভোগের শিকার হলে একজন ভুক্তভোগী আইনত কী ব্যবস্থা নিতে পারেন, কীভাবে নিজের অধিকার রক্ষা করতে পারেন এবং কোন ধরনের আইনি প্রক্রিয়ার আশ্রয় নেওয়া যেতে পারে—এই সব বিষয় নিয়েই সম্প্রতি একটি ভিডিও বার্তায় বিস্তারিতভাবে আলোচনা করেছেন ব্যারিস্টার লিমা আঞ্জুমান। ভিডিওটিতে তিনি উল্লেখ করেছেন, এই ধরনের বিরোধে আইন কী বলে, কোর্টে মামলা করা হলে কী কী প্রমাণ দেখাতে হয়, এবং কীভাবে শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করা যেতে পারে।

    ব্যারিস্টার লিমা বলেন, ‘আপনার বাড়িতে যাওয়ার একমাত্র রাস্তা যদি প্রতিবেশীর জমির ওপর দিয়ে হয় এবং সে কোনো অজুহাতে সেই রাস্তায় যাতায়াতে বাধা দেয়, তাহলে প্রথমেই শান্তিপূর্ণভাবে মীমাংসার পথ খোঁজা উচিত।’

    এই পরিস্থিতিতে প্রথম পদক্ষেপ হিসেবে তিনি পরামর্শ দেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি—যেমন এলাকার মুরুব্বি, ইউপি চেয়ারম্যান বা মেম্বারদের নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর চেষ্টা করা। তিনি বলেন, ‘এভাবে অনেক সময় দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সহজেই সমস্যার সমাধান হয়ে যায়।’

    তবে যদি এই পদ্ধতি কার্যকর না হয়, তাহলে পরবর্তী পর্যায়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশের সাহায্য নেওয়া যেতে পারে। তিনি বলেন, ‘থানায় অভিযোগ জানিয়ে পুলিশি হস্তক্ষেপের মাধ্যমে সমস্যাটির একটি প্রাথমিক সমাধান পাওয়া যেতে পারে।’

    কিন্তু থানার মাধ্যমেও যদি সমাধান না আসে, তাহলে শেষপর্যায়ে যেতে হবে ম্যাজিস্ট্রেট কোর্টে। এ ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা করা সম্ভব। এই ধারাটি মূলত জমি বা স্থাবর সম্পত্তি নিয়ে বিরোধ থাকলে তা শান্তিপূর্ণভাবে মীমাংসার জন্য আদালতের হস্তক্ষেপ নিশ্চিত করে।

    ব্যারিস্টার লিমা আঞ্জুমান আরও বলেন, ‘আইন অনুযায়ী যদি আপনার সেই রাস্তাটি দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে থাকে, তাহলে আপনি ওই রাস্তা ব্যবহারের অধিকার রাখেন এবং আদালতেও আপনি সেই অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন।’

    বাংলাদেশে প্রতিবেশীকে কেন্দ্র করে জমি বা রাস্তাঘাটের এ ধরনের বিরোধ প্রায়শই দেখা যায়। অনেক সময় এসব বিষয় মীমাংসার অভাবে দীর্ঘদিন আদালতে ঝুলে থাকে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, প্রথম থেকেই সচেতন থাকা এবং শান্তিপূর্ণ ও আইনি পথে সমাধানের দিকে এগোনোই শ্রেয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন