বরফের রাজ্যে এক রাতের হোটেল ভাড়া কত


ফিনল্যান্ডের গ্লাস ইগলু হোটেলগুলোর ছবি ইদানীং ইনস্টাগ্রামে প্রায়ই চোখে পড়ে। ট্রান্সপ্যারেন্ট এই ছোট ছোট গম্বুজে শুয়ে থেকে চোখের সামনে দেখা যায় নর্দার্ন লাইটস। সত্যিই স্বপ্নময়! তবে ভাবুন তো, শুধু আর্কটিকের সৌন্দর্য উপভোগ নয়, যদি সেই বরফের মাঝেই ঘুমানোর সুযোগ মেলে?
সুইডেনের ছোট্ট গ্রাম জুক্কাসইয়ারভিতে দাঁড়িয়ে আছে এমনই এক আশ্চর্য, আইস হোটেল। বিশ্বের প্রথম বরফের হোটেল, যা প্রতি বছর শীতকালে নতুন করে তৈরি হয়। বসন্তে আবার গলে মিলিয়ে যায় টর্ন নদীতে।
আইস হোটেলের শুরুটা হয়েছিল ১৯৮৯ সালে। স্থানীয় উদ্যোক্তা ইংভে বার্গকভিস্ট একটি ইগলুর মধ্যে শিল্প প্রদর্শনী করেছিলেন। সব হোটেল রুম তখন বুকড, তখন তিনি কয়েকজন ভ্রমণপ্রেমীকে বরফের সেই গ্যালারিতেই রাতে থাকার প্রস্তাব দেন। গায়ে গরম স্লিপিং ব্যাগ জড়িয়ে পরদিন তারা জেগে ওঠেন বিস্ময়ে, ঘরটা বরফের হলেও রাতটা বেশ আরামদায়ক ছিল!
সেই থেকে প্রতিবছর সারা বিশ্বের শিল্পী, স্থপতি ও ডিজাইনারেরা একত্র হন। দুই টন ওজনের স্বচ্ছ বরফের খণ্ড কেটে তৈরি করেন ভিন্ন ভিন্ন থিমে স্যুইট, হল, এমনকি বরফ দিয়ে বানানো বারও। বরফের ঝাড়বাতি থেকে শুরু করে পরাবাস্তব বরফের জঙ্গল, প্রতিটি ঘরই আলাদা এক শিল্পকর্ম।
আইস হোটেলে রাত কাটানো মানে শুধু বরফের বিছানায় ঘুমানো নয়। দিনের বেলা অতিথিরা যান কুকুরের টানা স্লেজে কিংবা স্নোমোবাইলে। কেউ কেউ শিখে নেন বরফ খোদাই, কেউ আবার জঙ্গলের মধ্যে খোলা আগুনে রান্না করা খাবারের স্বাদ নেন। আর রাতে, ভাগ্য ভাল হলে চোখের সামনে নাচতে থাকে নর্দার্ন লাইট।
শুধু শীতেই নয়, গ্রীষ্মেও আইস হোটেলে থাকার ব্যবস্থা আছে। ‘আইস হোটেল ৩৬৫’ নামের একটি স্থায়ী অংশে সারা বছর বরফঘরে থাকা যায়। তখন বরফের জায়গায় নদীতে হয় র্যাফটিং, মাছ ধরা আর খোলা আকাশের নিচে ডিনার।
হিমশীতল, নাকি আরামদায়ক?
শুনতে মনে হতে পারে বরফের ঘরে রাতে জমে যাবেন। কিন্তু যারা থেকেছেন তারা বলছেন, বরং উষ্ণ একটা অভিজ্ঞতা। বরফের বিছানার ওপর থাকে মোটা রেনডিয়ার চামড়া, সঙ্গে আর্কটিক আবহাওয়ার জন্য প্রস্তুত স্লিপিং ব্যাগ। সকালে ঘুম ভাঙে গরম লিঙ্গনবেরি জুস দিয়ে। এরপর চাইলে যেতে পারেন উষ্ণ সাউনায়, কিংবা আগুনের পাশে নাস্তার টেবিলে। তবে কেউ চাইলে বরফঘর নয়, হোটেলের উষ্ণ কেবিনেও থাকতে পারেন।
আইস হোটেলের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ক্ষণস্থায়িত্ব। প্রতিবছরের বরফে গড়া এই সৃষ্টি কেবল কয়েক মাস থাকে, এরপর গলে যায় নদীতে। আর পরের বছর নতুন করে শুরু হয় সৃষ্টির গল্প, নতুন শিল্প, নতুন কল্পনা। তিন দশকের বেশি সময় ধরে এই ধারাবাহিকতা চলছে।
খরচ কেমন?
এই অনন্য অভিজ্ঞতার জন্য খরচ পড়বে রাত প্রতি প্রায় ৩৬ হাজার টাকা। উষ্ণ ঘরগুলো সহজে পাওয়া গেলেও বরফের ঘর খুব দ্রুত বুকড হয়ে যায়। আর হ্যাঁ, ভালো খবর হলো, এখানে পোষা প্রাণীও নেওয়া যায়!
দৈএনকে/ জে. আ
