বৈশ্বিক প্রতিশ্রুতি ছাড়া টেকসই বিনিয়োগ সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই বিনিয়োগ কেবল একটি দেশের উদ্যোগে সম্ভব নয়—এটি হতে হবে বৈশ্বিক প্রতিশ্রুতি। টেকসই লেনদেন ও বিনিয়োগ উভয়ের প্রতিই মনোযোগ দিতে হবে, যাতে উন্নয়নের ভিত ন্যায্য ও পরিবেশবান্ধব হয়।
রবিবার ঢাকার বনানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত ‘অ্যামচ্যাম ডায়লগ অন ফস্টারিং সাসটেইনেবল ইনভেস্টমেন্ট’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিল্প খাতে বিশেষ করে টেক্সটাইল ও জ্বালানি খাতে টেকসই ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, শিল্পখাতে পানির ব্যবহারে নীতিমালার খসড়া হয়েছে—এটি চূড়ান্ত করে পানির যথাযথ মূল্য নির্ধারণ করতে হবে। ভূগর্ভস্থ পানি বিনামূল্যে নেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে, যাতে শিল্প উদ্যোক্তারা পানির ব্যবহারেও দায়িত্বশীল হন।
তিনি আরও বলেন, টেক্সটাইল শিল্পে কিছু বিষাক্ত রাসায়নিক এখনো স্থানীয় বাজারমুখী পণ্যে ব্যবহৃত হচ্ছে। জনস্বাস্থ্য রক্ষায় বাধ্যতামূলক কেমিক্যাল ব্যবস্থাপনা বিধিমালা প্রণয়ন জরুরি।
উপদেষ্টা জানান, সরকার ২০৩০ সালের মধ্যে ৩০% নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে এর ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। এটি কেবল নীতিগত ঘোষণা নয়, বাস্তবায়নের সূচনা, বলেন তিনি।
জলবায়ু পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলেও এর দায় আমাদের নয়। বৈশ্বিকভাবে ন্যায্য টেকসই কাঠামো ছাড়া জলবায়ু ন্যায়বিচার অর্জন অসম্ভব।
তিনি আরও বলেন, টেকসই বিনিয়োগকে শুধু উৎপাদকের দায়িত্ব হিসেবে দেখলে চলবে না। এর ব্যয় উৎপাদক ও ক্রেতা—উভয়ের মধ্যে ন্যায্যভাবে ভাগ করতে হবে, যাতে শ্রমিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত হয়।
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের বিষয়ে তিনি বলেন, সরকার সকল অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে। এখানে জনস্বাস্থ্যের বিষয়টি অগ্রাধিকার পাবে। সিঙ্গাপুরের সফল মডেল আমাদের অনুপ্রেরণা হতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যামচ্যাম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ, সাবেক সভাপতি ও অর্থনীতিবিদ ফরেস্ট ই. কুকসন, সহ-সভাপতি ও চেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম. ওয়াকার। রিকাভার, শেভরন বাংলাদেশ এবং ফিলিপ মরিসের প্রতিনিধিরা পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ নিয়ে উপস্থাপনা করেন।
