সোমবার, ২১ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • চ্যাম্পিয়ন বাংলাদেশ, সাগরিকার চার গোলের প্রতিশোধ বিমান বিধ্বস্ত: নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে জরুরি যোগাযোগ নম্বর চলতি সপ্তাহে শেষ হতে পারে সংসদীয় সীমানা নির্ধারণের কাজ দুর্নীতি-অনিয়মে ডুবেছেন গণপূর্তের প্রকৌশলী ময়নুল যারা নির্বাচন চায় না তাদের রাজনৈতিক দলের প্রয়োজন নেই: আমীর খসরু ৬ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬৪ জন: আইএসপিআর মাইলস্টোনে বিমান বিধ্বস্ত, হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক ও সমবেদনা বিমান বিধ্বস্তে নিহত বেড়ে দাঁড়াল ১৯ জনে উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা বিমান বিধ্বস্তের সময় ক্লাস চলছিল জুনিয়র শিক্ষার্থীদের
  • গাজায় ত্রাণ বিতরণে বিশৃঙ্খলা: ইসরায়েল সমর্থিত কর্মসূচিতে প্রাণহানি

    গাজায় ত্রাণ বিতরণে বিশৃঙ্খলা: ইসরায়েল সমর্থিত কর্মসূচিতে প্রাণহানি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ বিতরণকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ও হতাহতের ঘটনা ঘটেছে। বিতর্কিত এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (Gaza Humanitarian Foundation - GHF), যা ইসরায়েলের প্রত্যক্ষ সমর্থনে পরিচালিত একটি মার্কিন সংস্থা।

    ওয়াল স্ট্রিট জার্নালের (WSJ) বরাতে জানা গেছে, এই কর্মসূচিতে জাতিসংঘ কিংবা আন্তর্জাতিকভাবে স্বীকৃত অন্যান্য ত্রাণ সংস্থা যুক্ত নেই, যা স্থানীয় ও আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ ও সমালোচনার জন্ম দিয়েছে।

    তথ্যসূত্রে বলা হয়, এই বিতরণ কার্যক্রমে যথাযথ সমন্বয় না থাকায় এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং হতাহতের ঘটনা ঘটে। ঘটনার বিস্তারিত প্রকাশ না হলেও স্থানীয়ভাবে জানা গেছে, সহায়তা নিতে আসা মানুষদের ভিড় ও বিশৃঙ্খলার জেরে আহত হয়েছেন অনেকে।

    সোমবার (২১ জুলাই) তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে জানায়, ত্রাণ বিতরণ কার্যক্রমকে কেন্দ্র করে ইসরায়েল-পন্থী এই উদ্যোগ স্থানীয়দের আস্থা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

    বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা না গেলে তা মানবিক সংকট আরও জটিল করে তুলতে পারে।

    ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে, গাজায় ইসরায়েল-সমর্থিত ত্রাণ বিতরণ কর্মসূচি গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ), একটি আমেরিকান সংস্থা, ইসরায়েলের সমর্থনে মে মাসের শেষ থেকে গাজায় ত্রাণ বিতরণ শুরু করে। ইসরায়েল মার্চ মাসে গাজায় খাদ্য ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয়, যার ফলে এই কর্মসূচি চালু হয়। জিএইচএফ জাতিসংঘ ও অন্যান্য প্রতিষ্ঠিত এনজিও-কে বাদ দিয়ে আমেরিকান নিরাপত্তা ঠিকাদার ও ইসরায়েলি সেনাবাহিনীর সহযোগিতায় ত্রাণ বিতরণ করে, যা ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।

    গত মঙ্গলবার খান ইউনিসের কাছে জিএইচএফ-এর একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে হাজার হাজার ফিলিস্তিনি জড়ো হয়। দরজা খোলার সঙ্গে সঙ্গে ক্ষুধার্ত মানুষের ভিড় বেড়া ভেঙে ত্রাণের জন্য ঝাঁপিয়ে পড়ে। মাত্র ১৫ মিনিটের মধ্যে সমস্ত ত্রাণ শেষ হয়ে যায়। এ সময় গুলির শব্দ শোনা যায়, তবে গুলির উৎস স্পষ্ট ছিল না। পরের দিন বুধবার, একই স্থানে ভিড়ের চাপে কমপক্ষে ২০ জন নিহত হয়, বলে ফিলিস্তিনের স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও জিএইচএফ জানায়।
    আহমদ তারেক আল-দাহৌদি নামে এক ফিলিস্তিনি খাদ্য সংগ্রহ করতে গিয়েছিলেন, তিনি বলেন, “ধোঁয়ার গন্ধে আমি নিশ্বাস নিতে পারছিলাম না। আমি কিছুই পাইনি এবং পালিয়ে এসেছি। সেখানে অনেক শিশু, নারী ও বয়স্ক মানুষ ছিল। আমি প্রায় ১৫টি মৃতদেহ দেখেছি।”

    জিএইচএফ-এর ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো ইসরায়েলি সেনাবাহিনীর নিরাপত্তার উপর নির্ভর করে, যা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের সরাসরি সেনাদের মুখোমুখি করে। এটি জাতিসংঘের ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর থেকে ভিন্ন, যেখানে সাধারণত ইসরায়েলি সেনার উপস্থিতি থাকে না। ত্রাণের চাহিদা জিএইচএফ-এর সরবরাহের তুলনায় অনেক বেশি, যা বিশাল ভিড় ও তীব্র প্রতিযোগিতার সৃষ্টি করে।

    ইসরায়েলি সেনারা স্বীকার করেছে, তারা ভিড় নিয়ন্ত্রণে রাইফেল, মেশিনগান এবং এমনকি কামান ব্যবহার করে। তারা বলেছে, ভিড় যখন নির্ধারিত পথ ছেড়ে শর্টকাট নেয় বা সেনাদের দিকে এগিয়ে আসে, তখন তারা গুলি চালায়। একজন ইসরায়েলি রিজার্ভ সৈনিক জানান, গত জুন মাসে তিনি দেখেছেন, সাদা পতাকা হাতে ফিলিস্তিনিরা নির্ধারিত পথ ছেড়ে এগিয়ে আসায় সেনারা গুলি চালায়। তিনি বলেন, “আমাদের একটি অলিখিত নিয়ম আছে—যদি আপনি ভয় পান এবং তারা খুব কাছে চলে আসে, তাহলে আপনি ঝুঁকি নেবেন না।” তিনি আরও বলেন, সেনারা সতর্কীকরণ গুলি বা পায়ে গুলি করার নির্দেশ পেলেও, ভুল হয়ে যায়।

    ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা গুলি চালানো এড়াতে চেষ্টা করে এবং প্রতিটি ঘটনা পর্যালোচনা করে ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করে। তবে, কিছু কর্মকর্তা স্বীকার করেছেন, সেনাদের গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে, যদিও তারা ফিলিস্তিনি কর্তৃপক্ষের দেওয়া মৃত্যুর সংখ্যা অতিরঞ্জিত বলে দাবি করে।
    জিএইচএফ জানায়, তাদের খাদ্য বাক্সে ময়দা, পাস্তা, চিনি, চাল, তেল, মটরশুটি, টুনা, চা, বিস্কুট ও আলু থাকে। তবে, ফিলিস্তিনিরা বলছেন, এই বাক্সের উপাদান প্রতিদিন পরিবর্তিত হয় এবং প্রায়ই পশুজ প্রোটিনের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাব থাকে।

    জাতিসংঘ ও বেসরকারি সংস্থাগুলো পূর্বে গাজার জনবহুল এলাকায় প্রায় ৪০০টি স্থানে ত্রাণ বিতরণ করত। বর্তমানে জাতিসংঘের ত্রাণ বিতরণ অনেক কমে গেলেও তারা কিছু খাদ্য সরবরাহ করে। ইসরায়েল ত্রাণ বিতরণ কেন্দ্রের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে, তবে কবে এবং কোথায় তা নির্দিষ্ট করেনি।

    জিএইচএফ-এর চারটি ত্রাণ কেন্দ্র সব সময় খোলা থাকে না এবং মানুষ প্রায়ই জানে না কোন কেন্দ্রে খাদ্য পাওয়া যাবে। আয়োজকরা ভিড় নিয়ন্ত্রণে বেড়া ও দরজা ব্যবহার করলেও, বিতরণ প্রক্রিয়া সাধারণত বিশৃঙ্খল হয় এবং ত্রাণ দ্রুত শেষ হয়ে যায়, যা সংঘর্ষের কারণ হয়।

     উল্লেখ্য, ইসরায়েলের সামরিক অভিযানে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ৫৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগ নারী ও শিশু। এই অভিযান গাজাকে ধ্বংস করেছে, খাদ্য সংকট ও রোগের বিস্তার ঘটিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে জিএইচএফ-এর ত্রাণ কেন্দ্রে খাদ্য সংগ্রহের চেষ্টায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছে। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন  

    A PHP Error was encountered

    Severity: Core Warning

    Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

    Filename: Unknown

    Line Number: 0

    Backtrace: