মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • গর্ভবতী নারী কর্মকর্তাকে রাঙামাটিতে বদলি: বেতারের ডিজির বিরুদ্ধে ‘অমানবিকতা’র অভিযোগ আবরার ফাহাদের দেখানো পথেই রাজনীতি করছে এনসিপি: নাহিদ ইসলাম মেন্ডিসের দৃঢ় ব্যাটিংয়ে লঙ্কানদের বড় সংগ্রহের আশা যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় জমায়েত নিষিদ্ধ ইরান-ইসরায়েল উত্তেজনার মাঝে দ্বিতীয় দফায় ফিরলেন ৩২ বাংলাদেশি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ: মালয়েশিয়া ফেরত চারজন ৪ দিনের রিমান্ডে অভিষেকেই চমক, এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশ প্রশাসনিক স্থবিরতার কারণেই ‘মব কালচার’ বৃদ্ধি পাচ্ছে: রিজভী গাজায় প্রাণঘাতী হামলায় ৫ ইসরায়েলি সেনার মৃত্যু চাকরি হারানোর আতঙ্কে রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা
  • সৌদি লিগে ফিরতে পারেন মেসি, জমবে কি আবার দ্বৈরথ?

    সৌদি লিগে ফিরতে পারেন মেসি, জমবে কি আবার দ্বৈরথ?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুই বছর আগে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে দলে ভেড়াতে বিপুল অর্থের প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছিল সৌদি ক্লাব আল হিলাল। তবে সব আকর্ষণীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে মেসি বেছে নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিকে। ফলে ফুটবলপ্রেমীদের বহু কাঙ্ক্ষিত সৌদি লিগে মেসি-রোনালদোর দ্বৈরথ তখন আর দেখা হয়নি।

    তবে একবার ব্যর্থ হওয়ার মানে এই নয় যে সৌদি ক্লাবগুলো মেসিকে নিয়ে আশা ছেড়ে দিয়েছে। বরং এখনো তারা আর্জেন্টাইন সুপারস্টারকে দলে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে সৌদি লিগে মেসিকে দেখা যাবে কি না, সেই সম্ভাবনা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। ফুটবল দুনিয়ার চমক তো কখন কীভাবে আসে, কে বলতে পারে!
    মাত্র দিনকয়েক আগে ক্রিস্টিয়ানো রোনালদো নতুন করে ফের আল নাসরের সঙ্গে চুক্তি করেছেন।  এদিকে আরেক সৌদি ক্লাব এবার কোমর বেঁধে নামছে লিওনেল মেসিকে দলে ভেড়াতে। এশিয়ান চ্যাম্পিয়ন আল-আহলি মেসিকে দলে ভেড়ানোর জন্য একটি প্রস্তাব দিয়েছে, যা বাস্তবায়িত হলে ইন্টার মায়ামির এই মহাতারকাকে সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আবার দ্বৈরথে নামতে দেখা যাবে।

    এই আর্জেন্টাইন কিংবদন্তি ২০২৩ সালের গ্রীষ্মে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন। সে সময় মধ্যপ্রাচ্য থেকে লোভনীয় চুক্তির প্রস্তাব থাকলেও তিনি সেগুলি প্রত্যাখ্যান করেছিলেন। মেসি যুক্তরাষ্ট্রে লিগস কাপ ও সাপোর্টারস শিল্ড জয়ের স্বাদ পেয়েছেন এবং ২০২৪ সালের এমভিপি (সর্বোচ্চ মূল্যবান খেলোয়াড়) নির্বাচিত হয়েছেন। তবে দক্ষিণ ফ্লোরিডায় তার চুক্তির মেয়াদ শেষের পথে। বর্তমান চুক্তি ২০২৫ সালের শেষ পর্যন্তই সীমাবদ্ধ।

    অতিরিক্ত আরও ১২ মাসের জন্য চুক্তি নবায়নের সুযোগ থাকলেও এখনো কোনো নতুন মেয়াদে সম্মতি হয়নি, ফলে মেসি আমেরিকার বাইরের যেকোনো আগ্রহী ক্লাবের সঙ্গে আলোচনায় যেতে স্বাধীন। ফরাসি সংবাদমাধ্যম এল'ইকুইপে'র মতে, আল-আহলি ৩৮ বছর বয়সী এই তারকাকে দলে টানার জন্য জোরালো প্রচেষ্টা চালাচ্ছে।

    তারা এমন একটি চুক্তির চেষ্টা করছে যাতে মেসি ডিসেম্বরেই নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন। প্রস্তাবের আর্থিক দিক এখনো প্রকাশ করা হয়নি, তবে জানা গেছে, সৌদি আরব মেসির মন পেতে 'সম্ভাব্য সবকিছুই' করতে প্রস্তুত।

    ২০২৫ সালের শেষ দিকে যদি এই চমকপ্রদ দলবদল সম্পন্ন হয়, তাহলে মেসিকে আবারও চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর মুখোমুখি হতে দেখা যাবে। রোনালদো ইতোমধ্যে আল-নাসরের সঙ্গে নতুন দুই বছরের চুক্তিতে সম্মতি দিয়েছেন। এক সময় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে এল ক্লাসিকোতে প্রতিদ্বন্দ্বিতা করা এই দুই কিংবদন্তি এখন ২০২৬ বিশ্বকাপে খেলার লক্ষ্যে নিজেদের প্রস্তুত করছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ