মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • গর্ভবতী নারী কর্মকর্তাকে রাঙামাটিতে বদলি: বেতারের ডিজির বিরুদ্ধে ‘অমানবিকতা’র অভিযোগ আবরার ফাহাদের দেখানো পথেই রাজনীতি করছে এনসিপি: নাহিদ ইসলাম মেন্ডিসের দৃঢ় ব্যাটিংয়ে লঙ্কানদের বড় সংগ্রহের আশা যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় জমায়েত নিষিদ্ধ ইরান-ইসরায়েল উত্তেজনার মাঝে দ্বিতীয় দফায় ফিরলেন ৩২ বাংলাদেশি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ: মালয়েশিয়া ফেরত চারজন ৪ দিনের রিমান্ডে অভিষেকেই চমক, এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশ প্রশাসনিক স্থবিরতার কারণেই ‘মব কালচার’ বৃদ্ধি পাচ্ছে: রিজভী গাজায় প্রাণঘাতী হামলায় ৫ ইসরায়েলি সেনার মৃত্যু চাকরি হারানোর আতঙ্কে রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা
  • গাজায় প্রাণঘাতী হামলায় ৫ ইসরায়েলি সেনার মৃত্যু

    গাজায় প্রাণঘাতী হামলায় ৫ ইসরায়েলি সেনার মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর পাঁচ সেনা সদস্য নিহত হয়েছেন বলে মঙ্গলবার (৮ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। চলতি বছরে গাজায় ইসরায়েলের জন্য এটি সবচেয়ে প্রাণঘাতী দিনগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

    ঘটনার প্রতিক্রিয়ায় ওয়াশিংটন সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘটনাটিকে "একটি কঠিন সকাল" হিসেবে বর্ণনা করেছেন। যুক্তরাষ্ট্রে তিনি তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করছিলেন। নেতানিয়াহু নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের ত্যাগ কখনোই ভুলে যাওয়া যাবে না।

    ইসরায়েলি সেনাবাহিনী জানায়, নিহত পাঁচজনের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে এবং তারা গাজার উত্তরাঞ্চলে অভিযান চালানোর সময় প্রাণ হারান। এ সময় আরও দুই সেনা গুরুতর আহত হন এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

    স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বেইত হানুন এলাকায় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণের কারণে এসব সেনা নিহত হন। আহতদের উদ্ধার করতে গেলে সেনারা গুলির মুখেও পড়ে।

    ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিদ বলেন, সেনাদের জন্য, তাদের পরিবারের জন্য, জিম্মিদের জন্য এবং ইসরায়েল রাষ্ট্রের জন্য এই যুদ্ধের অবসান ঘটাতেই হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন