অভিষেকেই চমক, এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশ


প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে অংশ নিয়েই দারুণ কীর্তি গড়েছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপপর্বে চমৎকার পারফরম্যান্স দেখিয়ে তারা জায়গা করে নিয়েছে সুপার ফোরে। সোমবার অনুষ্ঠিত নিজেদের শেষ গ্রুপ ম্যাচে হংকংকে ৩-০ গোলে পরাজিত করে গ্রুপ ‘এ’ থেকে দ্বিতীয় স্থান অর্জন করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী দল। অভিষেকেই সুপার ফোরে উঠে মেয়েরা যেন দেখিয়ে দিয়েছে, তারা এসেছে লড়াই করতে, অভিজ্ঞতা নিতে নয়।
এর আগে প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ১১-০ গোলে হার মানলেও, ঘুরে দাঁড়িয়ে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। একই ব্যবধানে হংকংকে হারিয়ে সুপার
ফোরে জায়গা নিশ্চিত করে লাল-সবুজের কন্যারা।
গ্রুপ ‘এ’-তে চার দলের মধ্যে বাংলাদেশ দ্বিতীয় হয়েছে। দুই গ্রুপের শীর্ষ দুই দল নিয়ে গঠিত সুপার ফোরে প্রত্যেক দল একে অপরের মুখোমুখি হবে। সেখান থেকে শীর্ষ দুই দল খেলবে ফাইনাল ম্যাচ।
