বুধবার, ০৯ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • গর্ভবতী নারী কর্মকর্তাকে রাঙামাটিতে বদলি: বেতারের ডিজির বিরুদ্ধে ‘অমানবিকতা’র অভিযোগ আবরার ফাহাদের দেখানো পথেই রাজনীতি করছে এনসিপি: নাহিদ ইসলাম মেন্ডিসের দৃঢ় ব্যাটিংয়ে লঙ্কানদের বড় সংগ্রহের আশা যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় জমায়েত নিষিদ্ধ ইরান-ইসরায়েল উত্তেজনার মাঝে দ্বিতীয় দফায় ফিরলেন ৩২ বাংলাদেশি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ: মালয়েশিয়া ফেরত চারজন ৪ দিনের রিমান্ডে অভিষেকেই চমক, এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশ প্রশাসনিক স্থবিরতার কারণেই ‘মব কালচার’ বৃদ্ধি পাচ্ছে: রিজভী গাজায় প্রাণঘাতী হামলায় ৫ ইসরায়েলি সেনার মৃত্যু চাকরি হারানোর আতঙ্কে রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা
  • বন্ধন ভাঙার ম্যাচ: এমবাপ্পে বনাম পিএসজি, সিলভা বনাম চেলসি

    বন্ধন ভাঙার ম্যাচ: এমবাপ্পে বনাম পিএসজি, সিলভা বনাম চেলসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিশ্চিতভাবেই ক্লাব বিশ্বকাপ ২০২৫ এখন জমজমাট চূড়ান্ত পর্বে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই ৩২ দলের মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট নানা নাটকীয়তা, চমক ও রোমাঞ্চকর ম্যাচের মধ্য দিয়ে এগিয়ে এসেছে সেমিফাইনাল পর্যন্ত। শিরোপার লড়াইয়ে এখন টিকে আছে চার দল—ইউরোপ থেকে তিন জায়ান্ট রিয়াল মাদ্রিদ, প্যারিস সাঁ জার্মেই (পিএসজি) এবং চেলসি; আর লাতিন আমেরিকার হয়ে একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স।

    এই শেষ চার দল এখন ইতিহাস গড়ার লক্ষ্যে মুখোমুখি হবে, যেখানে ইউরোপীয় আধিপত্য ধরে রাখার চ্যালেঞ্জের মুখে ফ্লুমিনেন্স তুলে ধরতে চাইবে লাতিন ফুটবলের ঐতিহ্য।

    অবশেষে ক্লাব বিশ্বকাপ ২০২৫ পৌঁছেছে শেষ বাঁকে। মাত্র তিনটি ম্যাচ বাকি—দুটি সেমিফাইনাল ও একটি মহারণ ফাইনাল। উত্তেজনার পারদ এখন তুঙ্গে, আর বাংলাদেশ সময় অনুযায়ী আজ রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে চেলসি ও ফ্লুমিনেন্স। ঠিক পরের দিন একই সময় ও একই ভেন্যুতে মাঠে নামবে আরেক  লড়াইয়ে—রিয়াল মাদ্রিদ বনাম পিএসজি। আর ১৩ জুলাই নির্ধারিত হবে নতুন চ্যাম্পিয়নের নাম।

    এই সেমিফাইনালপর্ব শুধু ফুটবল লড়াই নয়, ব্যক্তিগত ইতিহাস ও সম্পর্কের গল্পেও ভরপুর। পিএসজির জার্সিতে ক্যারিয়ার গড়ার পর এবার কিলিয়ান এমবাপ্পে নামছেন রিয়াল মাদ্রিদের হয়ে নিজের পুরনো ক্লাবের বিপক্ষে। অন্যদিকে, ফ্লুমিনেন্সের বর্তমান অধিনায়ক থিয়াগো সিলভা খেলবেন তার সাবেক ক্লাব চেলসির বিপক্ষে। আর চেলসির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো একসময় ছিলেন ফ্লুমিনেন্সের খেলোয়াড়। পুরনো সম্পর্ক আর বর্তমান দায়িত্ব—এই ম্যাচগুলো যেন আবেগ আর প্রতিশোধের দ্বৈত সুরে বাজছে।

    মাঠের পারফরম্যান্সেও জমে উঠেছে লড়াই। রিয়াল মাদ্রিদের হয়ে নিজের প্রথম মৌসুমেই কিলিয়ান এমবাপ্পে করেছেন ৪৪ গোল, যার মধ্যে কোয়ার্টার ফাইনালে বদলি হিসেবে নেমে করেন শেষ মুহূর্তের গোল। সেই ম্যাচে প্রথম গোল করে নজরে আসেন তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড গঞ্জালো গার্সিয়া, যিনি এরই মধ্যে ৪ গোল ও ১ অ্যাসিস্ট করে রিয়ালের অন্যতম নির্ভরতা হয়ে উঠেছেন।

    পিএসজিও পিছিয়ে নেই। কোয়ার্টারে শক্তিশালী বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে তারা নিজেদের ফর্মের জানান দিয়েছে। যদিও সামনে রিয়ালের তারকা ভরা আক্রমণভাগ, তবু পিএসজি আত্মবিশ্বাসে ভরপুর, আর মনে মনে জানে—এই ম্যাচে তারা কিছু করে দেখাতে পারে।

    সেমিফাইনালের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী):
    ১. চেলসি বনাম ফ্লুমিনেন্স
     ৮ জুলাই,  রাত ১টা
    মেটলাইফ স্টেডিয়াম, নিউজার্সি

    ২. রিয়াল মাদ্রিদ বনাম পিএসজি
    ৯ জুলাই,  রাত ১টা
    মেটলাইফ স্টেডিয়াম, নিউজার্সি

    এই মুহূর্তে প্রশ্ন একটাই—কে যাবে ফাইনালে? পুরনো বন্ধন, প্রতিশোধের আগুন, নাকি শিরোপার ক্ষুধা—শেষ হাসি কে হাসবে?


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ