বুধবার, ০৯ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • গর্ভবতী নারী কর্মকর্তাকে রাঙামাটিতে বদলি: বেতারের ডিজির বিরুদ্ধে ‘অমানবিকতা’র অভিযোগ আবরার ফাহাদের দেখানো পথেই রাজনীতি করছে এনসিপি: নাহিদ ইসলাম মেন্ডিসের দৃঢ় ব্যাটিংয়ে লঙ্কানদের বড় সংগ্রহের আশা যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় জমায়েত নিষিদ্ধ ইরান-ইসরায়েল উত্তেজনার মাঝে দ্বিতীয় দফায় ফিরলেন ৩২ বাংলাদেশি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ: মালয়েশিয়া ফেরত চারজন ৪ দিনের রিমান্ডে অভিষেকেই চমক, এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশ প্রশাসনিক স্থবিরতার কারণেই ‘মব কালচার’ বৃদ্ধি পাচ্ছে: রিজভী গাজায় প্রাণঘাতী হামলায় ৫ ইসরায়েলি সেনার মৃত্যু চাকরি হারানোর আতঙ্কে রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা
  • কুয়েতে বাহরাইন বিএনপি নেতা আলাউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা 

    কুয়েতে বাহরাইন বিএনপি নেতা আলাউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইন শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ কুয়েত আগমন উপলক্ষে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন   করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরাম কুয়েত শাখা।

    সভাপতি মীর মোশারফ হোসেন মোস্তফার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক গোল্ডেন সেলিম খানের সঞ্চালনায়। কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে এ অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়। জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ বিপুল সংখ্যক প্রবাসী নেতা-কর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি গোটা অনুষ্ঠানকে উৎসব মুখর করে তোলে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরাম কুয়েত শাখার প্রধান উপদেষ্টা এ কে এম হাবিবুল হাসান আলামিন।

    প্রধান অতিথির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন,বাহরাইন বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মিলাদুর রহমান সজীব,অর্থ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ,ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন,মানামা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ মাঈনউদ্দিন হাবীব।

    বাংলাদেশ থেকে টেলিফোনে শুভেচ্ছা বক্তব্য রাখেন।ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর–বিজয়নগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী।

    অনুষ্ঠানে কুয়েত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন। 

    বক্তারা দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, ৩১ দফা রূপরেখা, আন্দোলন-সংগ্রাম এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপির চলমান আন্দোলনের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

    এ সময় সংবর্ধনা অনুষ্ঠানের অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

    পরিশেষে আজিজুল ইসলাম সিরাজীর দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন