জনপ্রিয় ‘তুলসী’ চরিত্রে স্মৃতি ইরানির ফিরতি


২৫ বছর আগে ভারতীয় চ্যানেল স্টার প্লাসে যাত্রা শুরু করে ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’ সিরিয়াল, যা প্রায় ৮ বছর টেলিভিশনে প্রচারিত হয়। সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্র তুলসী বিরানি হিসেবে স্মৃতি ইরানি দর্শকদের হৃদয় জয় করেছিলেন। ৮ নভেম্বর ২০০৮-এ শেষ হয় এই ধারাবাহিকের সম্প্রচার।
স্মৃতির তুলসী চরিত্র এতোটাই জনপ্রিয় হয়েছিল যা ভারত ছাড়াও পার্শ্ববর্তী বাংলাদেশ ও পাকিস্তানেও পেয়েছিল সাড়া। তুলসীর বিপরীতে মিহিরের চরিত্রে ছিলেন রনিত রয়।
এবার ১৫ বছর পর ফের পর্দায় ফিরছেন স্মৃতি ইরানি। শুধু তাই নয়, তাও আবার সেই পুরোনো লুকের তুলসী বিরানি হয়ে।
সম্প্রতি ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’ রিবুটের একটি ছবি ফাঁস হয়েছে অনলাইনে। যেখানে তাকে দেখা যায় তার আইকনিক লুকে। পরনে আছে সোনালি পাড় যুক্ত মেরুন রঙের শাড়ি। সিঁথিতে সিঁদুর ও কপালে লাল বিন্দি। এই লুক দেখে ভক্তদের বুঝতে বাকি থাকেনি যে তুলসী ফের পর্দায় ফিরছেন।
বালাজি টেলিফিলস্ম প্রযোজিত সিরিয়াল এবারই যে প্রথম রিমেক করা হচ্ছে এমন নয়। এর আগেও ২০১৮ সালে আরেক জনপ্রিয় সিরিয়াল ‘কাসুটি জিন্দিগি কি’ রিমেক করে একতা কাপুর। তবে তা প্রথম সিজনের মতো জনপ্রিয়তা না পাওয়ায় বন্ধ হয়ে যায় কয়েক বছরেই। তবে এবার তুলসীর বেলায় কী হয় সেটা দেখার অপেক্ষায় আছেন ভক্তরা।
দৈএনকে/ জে. আ
