বুধবার, ০৯ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • গর্ভবতী নারী কর্মকর্তাকে রাঙামাটিতে বদলি: বেতারের ডিজির বিরুদ্ধে ‘অমানবিকতা’র অভিযোগ আবরার ফাহাদের দেখানো পথেই রাজনীতি করছে এনসিপি: নাহিদ ইসলাম মেন্ডিসের দৃঢ় ব্যাটিংয়ে লঙ্কানদের বড় সংগ্রহের আশা যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় জমায়েত নিষিদ্ধ ইরান-ইসরায়েল উত্তেজনার মাঝে দ্বিতীয় দফায় ফিরলেন ৩২ বাংলাদেশি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ: মালয়েশিয়া ফেরত চারজন ৪ দিনের রিমান্ডে অভিষেকেই চমক, এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশ প্রশাসনিক স্থবিরতার কারণেই ‘মব কালচার’ বৃদ্ধি পাচ্ছে: রিজভী গাজায় প্রাণঘাতী হামলায় ৫ ইসরায়েলি সেনার মৃত্যু চাকরি হারানোর আতঙ্কে রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা
  • আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যে কারণে ভয়াবহ গোনাহ

    আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যে কারণে ভয়াবহ গোনাহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আত্মীয়তার সম্পর্ক এক গুরুত্বপূর্ণ সম্পর্ক। ইসলাম এ সম্পর্ক রক্ষা করার জোর তাকিদ করেছে। কেউ যদি এ সম্পর্ক রক্ষা না করে তার প্রতি আল্লাহর অভিসম্পাতের কথা রয়েছে। আল্লাহ তায়ালা ইরশাদ করেন-

    فَهَلْ عَسَیْتُمْ اِنْ تَوَلَّیْتُمْ اَنْ تُفْسِدُوْا فِی الْاَرْضِ وَ تُقَطِّعُوْۤا اَرْحَامَكُمْ، اُولٰٓىِٕكَ الَّذِیْنَ لَعَنَهُمُ اللهُ فَاَصَمَّهُمْ وَ اَعْمٰۤی اَبْصَارَهُمْ.

    ‘তোমরা ক্ষমতায় অধিষ্ঠিত হলে এরও সম্ভাবনা রয়েছে যে, তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। ওরা তারাই, যাদের প্রতি আল্লাহ অভিসম্পাত করেছেন এবং তাদেরকে বধির ও দৃষ্টিশক্তিহীন করেছেন।’ (সুরা মুহাম্মাদ, আয়াত : ২২-২৩)

    এ আয়াত থেকে জানা গেল, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা জঘন্য অপরাধ। যে কারণে মানুষ আল্লাহর অভিসম্পাতের উপযুক্ত হয়ে যায়।

    হাদিসেও রাসূল (সা.) আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ভয়াবহতা তুলে ধরেছেন।

    তিনি বলেছেন-
    خَلَقَ اللهُ الخَلْقَ، فَلَمّا فَرَغَ مِنْهُ قَامَتِ الرّحِمُ، فَأَخَذَتْ بِحَقْوِ الرّحْمَنِ، فَقَالَ لَهُ: مَهْ، قَالَتْ: هَذَا مَقَامُ العَائِذِ بِكَ مِنَ القَطِيعَةِ، قَالَ: أَلاَ تَرْضَيْنَ أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ، وَأَقْطَعَ مَنْ قَطَعَكِ، قَالَتْ: بَلَى يَا رَبِّ، قَالَ: فَذَاكِ.

    ‘আল্লাহ তায়ালা সৃষ্টিকুলকে সৃষ্টি করলেন। যখন সৃষ্টির কাজ শেষ করেন, তখন ‘রাহিম’ (আত্মীয়তার সম্পর্ক) দাঁড়িয়ে আল্লাহকে জড়িয়ে ধরল। আল্লাহ বললেন, থাম। সে বলল, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা তথা এর থেকে বাঁচার জন্য আমার আশ্রয়ের জায়গা এটাই।

    তিনি বললেন, তুমি কি চাও না, যে তোমার সঙ্গে সম্পর্ক রক্ষা করবে আমি তার সঙ্গে সম্পর্ক রক্ষা করব। যে তোমার সঙ্গে সম্পর্ক রক্ষা করবে না আমিও তার সঙ্গে সম্পর্ক রক্ষা করব না।  সে বলল, অবশ্যই হে আমার প্রতিপালক। তিনি বললেন, ঠিক আছে।  (বুখারি, হাদিস ৪৮৩০)
    নবী (সা.) আরও বলেন-

    مَا مِنْ ذَنْبٍ أَحْرَى أَنْ يُعَجِّلَ اللهُ الْعُقُوبَةَ لِصَاحِبِهِ فِي الدُّنْيَا، مَعَ مَا يَدَّخِرُ لَهُ فِي الْآخِرَةِ، مِنَ الْبَغْيِ، وَقَطِيعَةِ الرّحِمِ.

    ‘কোনো গুনাহের কারণে যদি আখেরাতের শাস্তির পাশাপাশি দুনিয়াতেও শাস্তি ত্বরান্বিত হয় তবে যুলুম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে বেশি উপযুক্ত অন্য কোনো গুনাহ নেই।’ (মুসনাদে আহমাদ, হাদিস ২০৩৯৮)

    এসব হাদীস থেকে বোঝা যায়, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অত্যন্ত জরুরি বিষয়। তা ছিন্ন করা মারাত্মক অন্যায়।

    মনে রাখতে হবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার অর্থ হলো, তাদেরকে কষ্ট দেওয়া। তাদের জরুরি হক আদায় না করা। বিপদাপদে তাদের পাশে না দাঁড়ানো। তাদের সঙ্গে কোনো শরঈ কারণ ছাড়া কথাবার্তা বন্ধ রাখা ইত্যাদি। তাদের প্রতি অনুগ্রহ ও দয়া করাও একটি গুরুত্বপূর্ণ আমল। তবে এটা না করতে পারলে কবীরা গুনাহ হবে না এবং এক্ষেত্রে উপরিউক্ত কঠিন শাস্তি বা ধমক প্রযোজ্য নয়। (ফয়যুল কাদীর, আল্লামা মুনাবী, হাদিস ৮০২৮ দ্রষ্টব্য)

    আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো ভয়াবহ গোনাহ থেকে হেফাযত করুন। আমীন।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ