রবিবার, ২৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • বদলে যাবে ঢাবির রূপ, ঢেলে সাজাতে ২৮৪০ কোটি অনুমোদন একনেক থেকে জুলাই শহীদদের আবাসন প্রকল্প বাদ তীর্থযাত্রীদের হুড়োহুড়িতে মানসা দেবী মন্দিরে নিহত ৬ যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে ২৫ উড়োজাহাজ কিনবে সরকার বিএনপি ভবিষ্যতের রাষ্ট্র গঠনে টেকসই কাঠামোর লক্ষ্যে পরিকল্পিতভাবে এগোচ্ছে: মির্জা ফখরুল গাজার জন্য ১০ ঘণ্টার নীরবতা; মানবতা না কৌশলগত ছলনা? ময়মনসিংহে ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল : আপিল বিভাগ গোপালগঞ্জে সহিংসতা: প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা পায়নি পর্যবেক্ষণ দল আ.লীগের প্রধান কার্যালয় এখন 'ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট' চাঁদাবাজি করতে গিয়ে ধরা বৈষম্যবিরোধী ৫ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা
  • পাকিস্তানে হামলার পর যা বললেন অমিত শাহ

    পাকিস্তানে হামলার পর যা বললেন অমিত শাহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারত ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্ক আরও তীব্র হয়ে উঠেছে কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উভয় দেশই নিয়েছে পাল্টাপাল্টি কিছু পদক্ষেপ।

    এমন প্রেক্ষাপটে ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের কয়েকটি স্থানে দুই শিশুসহ অন্তত ৮ জন নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

    ঘটনার পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন, যদিও তাঁর মন্তব্য ঘিরে বিতর্কও তৈরি হয়েছে।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, পেহেলগামে আমাদের নিরীহ ভাইদের নৃশংস হত্যার প্রতিক্রিয়া হলো ‘অপারেশন সিন্দুর’।

    অমিত শাহ আরও লিখেছেন, মোদি সরকার ভারত এবং তার জনগণের ওপর যেকোনো আক্রমণের উপযুক্ত জবাব দিতে বদ্ধপরিকর। 

    তিনি লিখেছেন, ভারত সন্ত্রাসবাদ নির্মূল করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

    এ ছাড়া দেশের সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আপনাদের জন্য গর্বিত।

    এদিকে ভারতের ‘অপারেশন সিন্দুর’ হামলার পরই পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি জানিয়েছেন, ভারতের এই হামলার পর চুপ থাকবে না পাকিস্তান। এর উপযুক্ত জবাব দেওয়া হবে। 

    অন্যদিকে, ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের চালানো হামলার প্রতিশোধ হিসেবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। যার মধ্যে রয়েছে তিনটি রাফাল এবং রাশিয়ান তৈরি একটি করে এসইউ-৩০ ও মিগ-২৯।

    প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন। যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। হামলার পর দিল্লি সোজাসুজি এর দায় চাপায় ইসলামাবাদের ঘাড়ে। দুই দেশ থেকে নেওয়া হয় বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপও। 

    পরে উত্তপ্ত পরিস্থিতি থামাতে মধ্যস্থতার প্রস্তাব দেয় ইরান ও রাশিয়া। তবে সবকিছু উপেক্ষা করে জম্মু-কাশ্মীরে হামলার দুই সপ্তাহ পর পাকিস্তানে হামলা চালালো ভারত।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন