মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে নরেন্দ্র মোদির শোকবার্তা ও সহায়তার ইচ্ছা মাইলস্টোন ট্র্যাজেডি: সুশাসনের করুণ পরাজয় নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু: ডা. সায়েদুর আইন ও শিক্ষা উপদেষ্টা মাইলস্টোনে অবরুদ্ধ, সাথে আছেন প্রেস সচিবও ছয় দফা দাবিতে রাস্তায় মাইলস্টোনের শোকাহত শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক সিরিজ জয়ের হাতছানি, ইতিহাসের পথে বাংলাদেশ মাইলস্টোন ট্র্যাজেডি: ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির গভীর শোক প্রকাশ মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ২৭, শোকাহত জাতি চ্যাম্পিয়ন বাংলাদেশ, সাগরিকার চার গোলের প্রতিশোধ
  • মাদক: সমাজের নীরব ঘাতক

    মাদক: সমাজের নীরব ঘাতক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাদক আমাদের সমাজের এমন এক নীরব ঘাতক, যা প্রতিদিনই ধ্বংস করে দিচ্ছে আমাদের সম্ভাবনাময় প্রজন্মকে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের নানা প্রয়াসের মাঝেও মাদকের করাল গ্রাস থেকে আমরা আজও পুরোপুরি মুক্ত হতে পারিনি। বরং দিন দিন এর ভয়াবহতা আরও ব্যাপক হচ্ছে।


    বাংলাদেশে মাদকের প্রবেশদ্বার মূলত সীমান্ত অঞ্চল। ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, হেরোইন, আইস ইত্যাদি ভয়াবহ মাদকদ্রব্য এখন শুধু শহরেই নয়, ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বেকার তরুণ এমনকি দিনমজুর শ্রেণিও আজ মাদকের থাবায় জর্জরিত। এটি এখন আর কেবল আইনশৃঙ্খলার সমস্যা নয়—এটি একটি গভীর সামাজিক, অর্থনৈতিক ও মানসিক স্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে।


    মাদকের বিরুদ্ধে সরকারের নানা অভিযানের কথা বলতে গেলে, স্বীকার করতেই হয় ‘জিরো টলারেন্স’ নীতির কথা বারবার বলা হলেও বাস্তবতা ভিন্ন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, র‌্যাব, পুলিশ ও বিজিবি মাঝেমধ্যে অভিযান চালালেও মাদকের মূল উৎস ও চক্র এখনো ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এর পেছনে রয়েছে কিছু অসাধু কর্মকর্তা, রাজনৈতিক ছত্রছায়া ও দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক অংশের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ।


    একইসাথে সমাজেও একধরনের নীরবতা বিরাজ করছে। আমরা যখন কোনো বাড়ির তরুণ ছেলেটিকে নেশাগ্রস্ত দেখি, তখন হয় মুখ ফিরিয়ে নেই, নয়তো ‘লোকলজ্জা’র ভয়ে চুপ করে থাকি। অথচ এই চুপ করাটাই সমস্যাকে আরও গভীর করে তোলে।


    মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি দরকার ব্যাপক জনসচেতনতা। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিতভাবে মাদকবিরোধী সেমিনার, কাউন্সেলিং, নাটক বা চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা থাকতে হবে। পরিবারকে হতে হবে প্রথম প্রতিরক্ষা লাইন, সন্তানের আচরণে অস্বাভাবিকতা দেখলে তা অবহেলা না করে সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে সমাধানের পথ খুঁজতে হবে।
    একইসঙ্গে বিকল্প বিনোদন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি না করা গেলে তরুণ প্রজন্মের একাংশ বারবার নেশার দিকে ঝুঁকবেই। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমের বিস্তার হতে পারে একটি কার্যকর প্রতিরোধক ব্যবস্থা।


    আমরা চাই, মাদকবিরোধী লড়াই হোক একটিমাত্র অভিযানে সীমাবদ্ধ নয়—বরং এটি হোক পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত স্থায়ী উদ্যোগের নাম। কারণ, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, ধ্বংস করে পুরো একটি পরিবার, একটি সমাজ, একটি জাতির ভবিষ্যৎ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    A PHP Error was encountered

    Severity: Core Warning

    Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

    Filename: Unknown

    Line Number: 0

    Backtrace: