মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Natun Kagoj

সিরিজ জয়ের হাতছানি, ইতিহাসের পথে বাংলাদেশ

সিরিজ জয়ের হাতছানি, ইতিহাসের পথে বাংলাদেশ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্রায় এক দশক পর টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় পেল বাংলাদেশ। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা।

পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ প্রতীক্ষার জয় শুধু আত্মবিশ্বাসই বাড়ায়নি, বাংলাদেশের সামনে এনে দিয়েছে ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ। এই সিরিজ জিতলে এটি হবে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। তিন ম্যাচ সিরিজে প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা লিটন দাসের দল বাকি দুই ম্যাচের যেকোনো একটি জিতলেই নিশ্চিত করবে কাঙ্ক্ষিত ট্রফি।

আগামী মঙ্গলবার, ২২ জুলাই, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে। ওই ম্যাচে জয় পেলে আগেভাগেই সিরিজ নিজেদের করে নিতে পারবে স্বাগতিকরা। তবে যদি ম্যাচটি হেরে যায় বাংলাদেশ, তবুও থাকবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ। তাই টাইগারদের লক্ষ্য থাকবে দ্বিতীয় ম্যাচেই কাজ সেরে ফেলার।

এই জয় বাংলাদেশের সামনে আরেকটি উল্লেখযোগ্য অর্জনের পথ খুলে দিয়েছে—টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি। ২০২১ সালে টানা সিরিজ জিতেছিল বাংলাদেশ, যখন তারা জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়েছিল। পরবর্তী সময়ে আরব আমিরাত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিরুদ্ধেও সিরিজ জয়ের স্বাদ পেয়েছে লাল-সবুজের দল।

সাম্প্রতিক সময়ের ভালো ফর্ম ধরে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয় করে পাকিস্তানের বিপক্ষে নামার আগে আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। সেই আত্মবিশ্বাসই কাজে লেগেছে সিরিজের প্রথম ম্যাচে, যেখানে পাকিস্তানকে মাত্র ১১০ রানে অলআউট করে ২৭ বল হাতে রেখে সহজ জয় তুলে নেয় টাইগাররা।

দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের একাদশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। একই পথে হাঁটতে পারে পাকিস্তানও, যারা হয়তো প্রথম ম্যাচের দলই ধরে রাখবে।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন