শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ডে মাঠে বাংলাদেশ-পাকিস্তান


রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির মর্মান্তিক ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত এ দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং অন্তত ১৭১ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে বিসিবি বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের আনন্দ উৎসবমূলক কার্যক্রম স্থগিত থাকবে।
এ ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার (২৩ জুলাই) বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে উভয় দলের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও ম্যাচ অফিসিয়ালরা কালো আর্মব্যান্ড পরিধান করবেন। ম্যাচ শুরুর আগে এক মিনিট নিরবতা পালন করা হবে এবং ম্যাচ চলাকালে স্টেডিয়ামে কোনো সংগীত বাজানো হবে না।
এছাড়াও নিহতদের আত্মার শান্তি কামনায় বিসিবির উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হবে। শোকের অংশ হিসেবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ বিসিবির সব ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
উল্লেখ্য, সোমবার (২২ জুলাই) দুপুর ১টার কিছু পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার ফলে বিমান এবং ভবনে আগুন ধরে যায়। ওই ভবনে স্কুল পর্যায়ের বহু শিক্ষার্থী থাকায় প্রাণহানির সংখ্যা বেশি হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার তৎপরতা শুরু করে। পরবর্তীতে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নেয়। বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।
জাতীয় এই শোকাবহ ঘটনার প্রেক্ষিতে পুরো দেশজুড়ে চলছে শোকের ছায়া। দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে গোটা জাতি।
