মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ২৭, শোকাহত জাতি


রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির মর্মান্তিক ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।
সোমবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত শিক্ষার্থীরা হলেন—এরিকসন (১৩), আরিয়ান (১৩), নাজিয়া (১৩) এবং সায়ান ইউসুফ (১৪)। তাদের শরীরের ৮৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত দগ্ধ ছিল বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ৪২ জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ চিকিৎসাধীন, যাদের অনেকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এর আগে সোমবার রাত ৮টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, দুর্ঘটনায় ২০ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন। আহতরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, আহত ও নিহতদের অবস্থান নিম্নরূপ:
কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত ০
জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০, নিহত ৯
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: আহত ৩, নিহত ১
সিএমএইচ-ঢাকা: আহত ১৭, নিহত ১২
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত ১, নিহত ২
লুবনা জেনারেল হাসপাতাল, উত্তরা: আহত ১১, নিহত ২
উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০, নিহত ১
উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত ০
দুর্ঘটনার বিবরণ:
সোমবার দুপুর ১টার পর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। সাথে সাথেই ভবনে আগুন ধরে যায়। ওই সময় ভবনটিতে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন, যাদের অনেকেই আহত ও দগ্ধ হন।
ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার অভিযান শুরু করে। পরে সেনাবাহিনী ও বিজিবি অভিযান কাজে যোগ দেয়। আহতদের হেলিকপ্টারে করে তাৎক্ষণিকভাবে বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।
এই হৃদয়বিদারক ঘটনার পর রাষ্ট্রীয়ভাবে মঙ্গলবার (২৩ জুলাই) শোক দিবস ঘোষণা করা হয়েছে। জাতি গভীর শোক প্রকাশ করেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ শোকবার্তা জানিয়েছেন।
এন কে/বিএইচ
