মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Natun Kagoj

উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধ লক্ষ্মীপুরের সায়ান ইউসুফের মৃত্যু

উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধ লক্ষ্মীপুরের সায়ান ইউসুফের মৃত্যু
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

উত্তরার মাইলস্টোন কলেজ মাঠে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হওয়া শিক্ষার্থী সায়ান ইউসুফ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিহত সায়ান ইউসুফ লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর পালের বাড়ির ডাক্তার মাসুদের বড় ছেলে এবং মাইলস্টোন কলেজের অধ্যাপক ইউসুফের জ্যেষ্ঠ পুত্র। বিমান দুর্ঘটনায় তার শরীরের প্রায় ৯৫ শতাংশ অংশ পুড়ে যায় বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।

জানা যায়, রবিবার দুপুরে একটি ট্রেনিং এয়ারক্রাফ্ট নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন কলেজ মাঠে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায় এবং চারপাশে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এলাকা। ওই দুর্ঘটনায় আরও অনেকে হতাহত হন, তবে সায়ানের অবস্থা ছিল আশঙ্কাজনক।

সায়ানের মৃত্যুর খবরে তার নিজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক এবং আত্মীয়-স্বজনরা তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মরহুম সায়ান ইউসুফের জানাজা আজ মঙ্গলবার বেলা ৩:০০টায় তার গ্রামের বাড়ি বশিকপুর পালের বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন