নিখোঁজের একদিন পর ঘেরের পানিতে তরুণীর মরদেহ উদ্ধার


বাগেরহাটের চিতলমারী উপজেলায় নিখোঁজের একদিন পর চরকুড়ালতলা গ্রামের একটি মাছের ঘেরের পানির মধ্য থেকে অর্পিতা সাহার (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অর্পিতা সাহা চিতলমারী সদর বাজারের শাড়ী-কাপড় ব্যবসায়ী আনন্দ সাহার মেয়ে।
অর্পিতা সাহার বাবা আনন্দ সাহা জানান, গতকাল সোমবার (২১ জুলাই) সকাল থেকে অর্পিতা নিখোঁজ ছিলেন। এক বছর আগে তার সঙ্গে নড়াইলের কালিয়া উপজেলার মহাজন এলাকার উত্তম মালোর বিয়ে হয়েছিল। কিন্তু ‘মৃগীব্যারাম’ এর কারণে অর্পিতা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। তাই বাবার বাড়িতেই থাকতেন। সে যখন-তখন বাসা থেকে ঘুরতে বের হতেন এবং পরে ফিরে আসতেন।
তিনি আরো জানান, গতকাল সোমবার সকালে তিনি আগের মতোই বাসা হতে বের হন, কিন্তু আর ফিরে আসেননি। আজ মঙ্গলবার সকালে চরকুড়ালতলা গ্রামের মৃত কৈলাশ বালার ছেলে পরিতোষ বালার মাছের ঘেরের পানিতে এক নারীর মৃতদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে অর্পিতার মরদেহ শনাক্ত করেন তারা।
চিতলমারী থানার ওসি এসএম শাহাদাৎ হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। অর্পিতা মানসিক প্রতিবন্ধী এবং তার ‘মৃগীরোগ’ ছিল বলে পরিবার জানায়। এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
