শনিবার, ১২ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ডব্লিউএইচও থেকে পুতুলের ছুটি, প্রেস সচিবের স্ট্যাটাস সবাই খুব অসহিষ্ণু হয়ে গেছে, পুলিশ নির্লিপ্ত নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত দ্রুত বিচার ট্রাইব্যুনালে মিডফোর্ডে হত্যার বিচার হবে: আসিফ নজরুল পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা মিটফোর্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান মির্জা ফখরুল মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যায় চারজন গ্রেপ্তার ছয় মাসে ১,১৯১টি মোবাইল কোর্ট, ২৫ কোটি টাকা জরিমানা, ৬৯৯টি ইটভাটা বন্ধ গত ১৮ মাসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরও দেড় লাখ রোহিঙ্গা: ইউএনএইচসিআর জুলাই সনদ, বিচার, নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে: হাসনাত আব্দুল্লাহ
  • লঙ্কানদের জালে বাংলাদেশের ৯ গোল

    লঙ্কানদের জালে বাংলাদেশের ৯ গোল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ শুরু করেছে বাংলাদেশ। ঢাকার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে শ্রীলঙ্কাকে ৯–১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে স্বাগতিকরা।

    ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় শ্রীলঙ্কার রক্ষণ ভেঙে দেয় বাংলাদেশ। মোসাম্মৎ সাগরিকা হ্যাটট্রিক করেন, মুনকি আক্তারের জোড়া গোলের পাশাপাশি স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্ডি করেন একটি করে গোল। বাংলাদেশের নয়টি গোলের মধ্যে ছয়টি এসেছে দ্বিতীয়ার্ধে।

    এদিন এশিয়ান কাপ বাছাইয়ের ২৩ জনের মধ্যে আটজনকে শুরুর একাদশে রাখেন কোচ। প্রথম মিনিটেই ফ্রি-কিক থেকে গোল করেন স্বপ্না রানী। এরপর তৃতীয় মিনিটে মুনকি আক্তার গোল করে ব্যবধান বাড়ান।

    প্রথমার্ধে সাগরিকা ৩৭ মিনিটে একটি গোল করেন। আরও দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।

    দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে মুনকি, ৪৯ মিনিটে সিনহা, ৫২ ও ৫৮ মিনিটে সাগরিকা গোল করেন। ৮৫ মিনিটে রুপা আক্তার ও অতিরিক্ত সময়ে শান্তি মার্ডি গোল করেন। শ্রীলঙ্কা একটি সান্ত্বনার গোল করে ৯–১ ব্যবধানে ম্যাচ শেষ করে।

    এই টুর্নামেন্টে ভারত নাম প্রত্যাহার করে নেওয়ায় বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানকে নিয়ে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। চার দল একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে।

    বাংলাদেশ আগামী ১৩ জুলাই নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে। এরপর ১৫ ও ১৭ জুলাই দুই ম্যাচে প্রতিপক্ষ ভুটান। ১৯ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে আবার মাঠে নামবে, ২১ জুলাই নেপালের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে।

    বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টে বাংলাদেশের সাফল্য বেশ ভালো। ২০২৪ সালে তারা ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়। এখন পর্যন্ত পাঁচবারের চারবারই শিরোপা জিতেছে বাংলাদেশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ