রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
Natun Kagoj

‘এটাই হয়তো শেষ নির্বাচন’: দেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে মির্জা ফখরুলের মন্তব্য

‘এটাই হয়তো শেষ নির্বাচন’: দেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে মির্জা ফখরুলের মন্তব্য
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্য: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে শেষ নির্বাচন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে দেশের শেষ নির্বাচন। তিনি এই মন্তব্য নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে প্রকাশ করেন।

মির্জা ফখরুলের বক্তব্যে দেশের নির্বাচনী প্রক্রিয়া, স্বচ্ছতা ও রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং ন্যায্য নির্বাচন নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব, যা ব্যর্থ হলে দেশের রাজনৈতিক ভবিষ্যৎকে নিয়ে প্রশ্ন উঠতে পারে।

তিনি আরও উল্লেখ করেছেন, দেশের রাজনৈতিক দলগুলোকে সমঝোতা ও সংলাপের মাধ্যমে স্থিতিশীলতা নিশ্চিত করতে সচেষ্ট হতে হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মির্জা ফখরুলের এই মন্তব্য দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচনের গুরুত্বকে তুলে ধরেছে।

বিএনপি মহাসচিব পোস্টে লেখেন, ‘আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে! অনেকেই তা জানেন না! আমি যখন ১৯৮৭ সালে সিদ্ধান্ত নেই, আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটো একদমই ছোট ছিল! ঢাকায় পড়ত। আমার স্ত্রীর বয়স অনেক কম ছিল! সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল! বুঝতে পারছিল কি ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে!’

মির্জা ফখরুল আর লেখেন, ‘আমার মেয়ে দুটোর হাত ধরে সেই (স্ত্রী) নিয়ে গেছে স্কুলে, ডাক্তারের কাছে! মনে পড়ে, আমার বড় মেয়ের একটা অপারেশন হবে, আমি সারা রাত গাড়িতে ছিলাম, ঢাকার পথে! যাতে মেয়ের পাশে থাকতে পারি! গল্পগুলো অন্য কোনো দিন বলব যদি আল্লাহ চান! এরকম গল্প আমাদের হাজার হাজার নেতাকর্মীর আছে! এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন!’

ওই পোস্টে তিনি আরও লেখেন, ‘মহান আল্লাহ’র রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে! আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এবং সকল নেতা এবং নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সকল কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ, আজীবন আমার সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা।’

যারা মনোনয়ন পাননি তাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘যারা মনোনয়ন পায়নি, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে! আসুন সবাই একসাথে কাজ করি।’

মির্জা ফখরুল লিখেছেন, ‘আপনারা সবাই আমার জন্য দু‘আ করবেন, আমাদের দলের প্রতিটি নেতা কর্মীর জন্য দু‘আ করবেন। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করব। বিএনপির সেই যোগ্যতা আছে, দেশকে মর্যাদার সঙ্গে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার! ইনশাআল্লাহ! আপনারা পাশে থাকবেন।’


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন