হাস্যরসের ছলে টুইঙ্কলের প্রেমের বার্তা: ‘আমি মরে গেলে তুমিও মরে যেয়ো’

বলিউডের জনপ্রিয় দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার দাম্পত্য জীবনের বয়স প্রায় ২৪ বছর। দীর্ঘ এই সময়জুড়ে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা-সমালোচনার অন্ত নেই। ক্যারিয়ারের শুরু থেকেই অক্ষয়ের নাম জড়িয়েছে একাধিক সহ-অভিনেত্রীর সঙ্গে—কখনো রভিনা ট্যান্ডন, কখনো প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকাদের সঙ্গে। তবুও টুইঙ্কল সবসময় পাশে থেকেছেন স্বামীর জীবনের নানা উত্থান-পতনের সময়।
অক্ষয় একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, টুইঙ্কলই তার জীবনের ভারসাম্যের প্রতীক। অন্যদিকে টুইঙ্কলও স্বামীর ব্যস্ততা ও বিতর্কের মাঝেও সংসারকে টিকিয়ে রেখেছেন দৃঢ়তা ও পরিপক্বতার সঙ্গে। বলিউডের চমকপ্রদ তারকাজীবনের আড়ালে এই দম্পতির ভালোবাসা আজও বলিউডে এক অনন্য উদাহরণ।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, তার কিছু প্রেম সেটে শুরু হয়ে শেষ হয়েছে, আবার কোনো প্রেম বাগ্দানের পরও ভেঙেছে।
তবে শেষ পর্যন্ত তিনি অভিনেত্রী টুইঙ্কল খান্নার সঙ্গেই গাঁটছড়া বাঁধেন। কিন্তু এত বছর একসঙ্গে থাকলেও স্বামীকে নাকি পুরোপুরি ভরসা করতে পারেন না টুইঙ্কল।
টুইঙ্কল খান্না মনে করেন, অক্ষয় হয়তো আবার বিয়ে করতে পারেন। এই আশঙ্কায় টুইঙ্কল একবার বলেছিলেন, ‘আমি মরে গেলে তুমিও বিষ খেয়ে মরে যেয়ো। তোমার দ্বিতীয় স্ত্রী আমার ব্যাগ-জামা পরে ঘুরবে, আমি মানতে পারব না।’
উল্লেখ্য, অক্ষয় ও টুইঙ্কলের বিয়ে হয়েছিল ২০০১ সালে। তাদের দুই সন্তান আরভ ও নিতারা। তাদের বড় ছেলে আরভ বর্তমানে লন্ডনে ফ্যাশন নিয়ে পড়াশোনা করছেন এবং মেয়ে নিতারা সবে কৈশোরে পা দিয়েছেন।