শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচি: শ্রেণি কক্ষে পাঠদান বন্ধ থাকবে এবি পার্টি নির্বাচন সূচনায়, ১০৯ আসনের জন্য প্রার্থী চূড়ান্ত আর্জেন্টিনা দলের গর্বিত স্পন্সর হিসেবে স্বীকৃতি পেলো ওয়ালটন হতাশা ভুলে নতুন উদ্দীপনায় ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা নারী ওয়ানডে বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাটিংয়ে চিফ প্রসিকিউটর বললেন, শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ স্কোয়াডে নতুন সম্ভাবনার সন্ধান ঢাকায় গ্রেপ্তার ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত কাদের ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে নির্বাচনি প্রচারণায় ইসির ৭ নির্দেশনা আজ ‘মার্চ টু যমুনা’: কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের উপস্থিতি বৃদ্ধি
  • বিএনপি নেতা বাদলকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

    বিএনপি নেতা বাদলকে সংবর্ধনা ও মতবিনিময় সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লন্ডনে মালয়েশিয়া বিএনপির সভাপতির আগমন উপলক্ষে সংবর্ধনা ও বিএনপি’র নির্বাচনী ভূমিকা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    টাঙ্গাইল জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে পূর্ব লন্ডনের বার্কিং রোডের অ্যারোমা এসপ্রেসো রেস্তোরায় এ সভা অনুষ্ঠিত হয়। 

    পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর স্বাগত বক্তব্য দেন টাঙ্গাইল জাতীয়তাবাদী ফোরামের প্রচার সম্পাদক মহিউদ্দিন আহমেদ।

    স্বাগত বক্তব্যে মহিউদ্দিন আহমেদ বলেন, গ্রুপিং বাদ একই মঞ্চে বসে রাজনৈতিক সহাবস্থান রাজনীতির জন্য প্রাণ ফিরে আসে। বিগত সময়ে লন্ডনের রাজপথে আমরা হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি।প্রত্যেকটা মিছিল মিটিং এর অংশগ্রহণ করেছি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্বৈরাচার পতনের পর বাংলাদেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করার একটি সময় এসেছে। আমরা দ্বিধা চাই না,বিভেদ চাইনা। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। পরিশেষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নে দেশ ও দেশের মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    অনুষ্ঠানে টাঙ্গাইল জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের সভাপতি আবু ইউসুফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা মাহিদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মালয়েশিয়া বিএনপি’র সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান বাদল। 

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন ও যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি আবেদ রাজা। এতে ফোরামের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি আজম মৃধাসহ উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্য থেকে অ্যাডভোকেট মীর নাজমুল করিম মুক্তা, শাহজাহান আলী প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

    উল্লেখ্য, মতবিনিময় সভায় প্রকৌশলী বাদলের দীর্ঘ সময় প্রবাসে থেকে বিএনপির জন্য অবদান শীর্ষক বিভিন্ন বিষয় তুলে ধরা হয় ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র পক্ষে মনোনয়ন প্রাপ্তদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপস্থিত ফোরামের নেতৃবৃন্দ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন