শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
Natun Kagoj

দেব ও শুভশ্রী লাল শাড়ি-পাঞ্জাবিতে মন্দির

দেব ও শুভশ্রী লাল শাড়ি-পাঞ্জাবিতে মন্দির
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

‘ধূমকেতু’ সিনেমার মাধ্যমে দেব ও শুভশ্রী আবারও ভক্তদের সামনে হাজির হয়েছেন। সিনেমা মুক্তির একদিন আগে বুধবার (১৩ আগস্ট) তারা লাল শাড়ি ও পাঞ্জাবি পরে মন্দিরে দর্শন দিতে গিয়েছিলেন।

নৈহাটির মন্দিরে গিয়ে তারা ভক্তদের ভালোবাসা পেয়েছেন। পাশাপাশি আসনে বসে থাকতে দেখা যায় তাদের। লাল পাঞ্জাবি আর লাল শাড়িতে ধরা দিলেন বাংলা ছবির অন্যতম জনপ্রিয় জুটি।

দেব ও শুভশ্রী দু'জনের পেজ থেকেই তাদের সেই সুন্দর মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমের পাতায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেয়া হয়। তাদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলী, সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত।

এরপর মন্দিরের ছাদে উঠে ভক্তদের সঙ্গে দেখাও করেন। তাদের দেখতে অসংখ্য অনুরাগী মন্দিরের সামনে ভিড় জমান। তারা একে অপরের হাত ধরে মন্দিরের ছাদের প্রান্তে এসে দাঁড়ান।

শেষ আসে বড় চমক। ভিড়ে ঠাসা জনতার মধ্যে দিয়ে, যত্ন করে শুভশ্রীকে আগলে, নায়িকার হাত ধরে তাকে গাড়িতে তুলে দেন দেব। তারপর সেই একই গাড়িতে উঠে পড়েন তিনি নিজেও।

তাদের এই ভিডিও প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল। যা দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরাও। একজন লিখেছেন, এই জুটিকে দেখলে মন ভরে যায়। কারো মন্তব্য, দুজনেই ভীষণ সুইট।

এ জুটি ২০১৫ সালে সর্বশেষ অভিনয় করছিলেন ‘ধূমকেতু’ সিনেমায়। সিনেমার কাজ ২০১৩ সালে শুরু হয়। দুই বছর সিনেমার শুটিং চলে। কিন্তু শেষে একাধিক কারণে ছবিটি আর মুক্তি পায় না। অবশেষ ১৪ আগস্ট মুক্তি সিনেমাটি।


দৈএনকে/ জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন