সোমবার, ০৪ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • জুলাই গণঅভ্যুত্থান দিবস: যান চলাচলে ডিএমপির নির্দেশনা জিম্মিদের জন্য ত্রাণ নিতে ইসরায়েলি হামলা বন্ধের দাবি হামাসের ১০ আগস্ট খসড়া, ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বিশ্বের খাদ্যসংকটে ভোগা দেশের মধ্যে চতুর্থ বাংলাদেশ: জাতিসংঘ হাসপাতালে ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ নির্দেশ দেন শেখ হাসিনা বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিএনপি জুলাই সনদে যেকোনো সময় স্বাক্ষরের প্রস্তুত: সালাহউদ্দিন আহমেদ গাজায় দুর্ভিক্ষের ছবি: ইসরায়েলি জিম্মিদের ভিডিও ঘিরে তোলপাড় চট্টগ্রাম ক্লাবে সাবেক সেনাপ্রধান এম হারুন অর রশিদের মরদেহ উদ্ধার অভিনেত্রীর বাড়ি থেকে নিখোঁজ দুই কিশোরী
  • সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

    সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে আলমগীর হোসেন (৩৫) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

    সোমবার (৪ আগস্ট) ভোররাতে সদর উপজেলার লহ্মীদাড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

    আহত আলমগীর হোসেন সদর উপজেলার লহ্মীদাড়ী গ্রামের মৃত শেখ সাঈদ উদ্দীনের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আহতের ভাগ্নে বেলাল হোসেন জানান, ‘ভোরে আলমগীর তার নিজস্ব মৎস্যঘেরে খাবার দিতে যান। এ সময় ভারত থেকে কয়েকজন লোক দৌড়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালালে পাশেই অবস্থান করা আলমগীর গুলিবিদ্ধ হন। ছররা গুলি তার ডান পাশের ঘাড়, চোখ ও মাথায় বিদ্ধ হয়।

    তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এবিএম আক্তার মারুফ বলেন, ‘আহতের শরীরে একাধিক স্থানে ছররা গুলির আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে, তিনি আপাতত আশঙ্কামুক্ত।’

    এ বিষয়ে ভোমরা বিজিবি ক্যাম্পের কমান্ডার মো. জহির উদ্দীন বলেন, ‘আলমগীর হোসেন গত ৩০ জুলাই অবৈধ পথে ভারতে গিয়ে তার আত্মীয়ের বাড়িতে ছিলেন। সোমবার সকালে ফেরার সময় সীমান্ত অতিক্রমকালে বিএসএফের গুলিতে আহত হন।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন