সোমবার, ০৪ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম

বরিশালের বাজারে বেড়েই চলছে সবজির দাম

বরিশালের বাজারে বেড়েই চলছে সবজির দাম
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বরিশালের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে গত সপ্তাহের তুলনায় চলতি এই সপ্তাহে সবজির দাম বেড়েছে অনেক বেশি।

বরিশালে গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি সবজিতে ৫-২০ টাকা বৃদ্ধি পেয়েছে। তবে বেশি বৃদ্ধি পেয়েছে কাঁচামরিচ ও বেগুনের দাম। বেশ কিছু দিন ধরেই কাঁচামরিচ খুচরা বাজারে ২০০ টাকা ও বেগুন ৮০-১৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

সোমবার (৪ আগস্ট) বরিশালের একমাত্র পাইকারি সবজির বাজার, পোর্ট রোড বাজার, বাংলাবাজার বাজার, সাগরদী বাজারসহ বেশ কিছু বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, শসা গত সপ্তাহে পাইকারি বাজারে ৩৫-৪০ টাকা করে কেজি বিক্রি হলেও এ সপ্তাহে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বরবটি গত সপ্তাহে কেজি ৪০ টাকা হলেও এ সপ্তাহে ৪৫ টাকা, করলা গত সপ্তাহে ৪৫ টাকা করে বিক্রি হলেও এ সপ্তাহে ৬০ টাকা, টমেটো ১২০ টাকা, পটল ৪০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজিও গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি ৫-২০ টাকা কম দামে বিক্রি হচ্ছে। এর মধ্যে বেগুন প্রকার ভেদে ৬০-৮০ টাকা, ঢেড়স ৫০ টাকা, লাউ আকার ভেদে ২৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি কাঁচা কলা ৩০-৪০টাকা ও লেবুর হালি ১৫-২০ টাকায় বিক্রি হচ্ছে। এসব সবজি খুচরা বাজারে কিছুটা বেশি দামে বিক্রি করতে দেখা গেছে।

এছাড়া মাংসের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি ১৬০-১৭০ টাকা, সোনালি মুরগি ২৮০-২০০ টাকা, লেয়ার মুরগি ২৫০-২৭০ টাকা দরে। গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১২০০টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

অপরদিকে বিভিন্ন মাছ গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। এর মধ্যে রুই মাছ ৩০০-৪৫০ টাকা, টেংরা মাছ ৫০০-৬০০ টাকা, তেলাপিয়া ২২০-২৮০ টাকা, পাঙাস মাছ ১৮০-২০০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৬০০-১০০০টাকা পর্যন্ত, পাবদা ৪০০-৪৫০ টাকা, মাঝারি ভেটকি ৪০০ টাকা ইত্যাদি।

নগরীর পোর্ট রোড বাজারের খুচরা সবজি বিক্রেতা ফারুক জানান, পাইকারি বাজারের তুলনায় খুচরা সবজির দাম কিছুটা বেশি হবে। কারণ পাইকারি বাজার থেকে সবজি কিনে লেবার খরচ, ভ্যান ভাড়া দিয়ে সবজি আনতে হয়। তার মধ্যে বৃষ্টির কারণে সব জায়গাতেই খরচ কিছুটা বাড়িয়ে দিতে হয়। পরে বাজারে বিক্রি করতে হলে ইজারা, বিদ্যুৎ বিল দিতে হয়। তাই খুচরা বাজারে সবজি কিছুটা বেশি দামে বিক্রি করতে হয়।
বরিশালে সবজির পাইকারি বাজার বহুমুখী সিটি মার্কেটের এক ব্যবসায়ী জানান এবং বানিজ্যালয়ের প্রোপাইটর মো. আমিন শুভ জানান, বৃষ্টির কারণে অন্যান্য সবজি ৫-২০ টাকা বাড়লেও বেশি বেড়েছে কাঁচামরিচ ও বেগুনের দাম। তবে পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে সবজির দাম কিছুটা বেশি। খুচরা ব্যবসায়ীরা নানান খরচের দোহাই দিয়ে কিছুটা বেশি দামে বিক্রি করছে।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন