সোমবার, ০৪ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • জুলাই গণঅভ্যুত্থান দিবস: যান চলাচলে ডিএমপির নির্দেশনা জিম্মিদের জন্য ত্রাণ নিতে ইসরায়েলি হামলা বন্ধের দাবি হামাসের ১০ আগস্ট খসড়া, ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বিশ্বের খাদ্যসংকটে ভোগা দেশের মধ্যে চতুর্থ বাংলাদেশ: জাতিসংঘ হাসপাতালে ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ নির্দেশ দেন শেখ হাসিনা বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিএনপি জুলাই সনদে যেকোনো সময় স্বাক্ষরের প্রস্তুত: সালাহউদ্দিন আহমেদ গাজায় দুর্ভিক্ষের ছবি: ইসরায়েলি জিম্মিদের ভিডিও ঘিরে তোলপাড় চট্টগ্রাম ক্লাবে সাবেক সেনাপ্রধান এম হারুন অর রশিদের মরদেহ উদ্ধার অভিনেত্রীর বাড়ি থেকে নিখোঁজ দুই কিশোরী
  • নিউজিল্যান্ডে লাগেজ খুলতেই মিলল শিশু, আটক তরুণী

    নিউজিল্যান্ডে লাগেজ খুলতেই মিলল শিশু, আটক তরুণী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের ছোট শহর কাইওয়াকায় এক তরুণীর লাগেজ থেকে দুই বছর বয়সী একটি শিশু উদ্ধার করেছে পুলিশ। রোববার একটি যাত্রীবাহী বাসে ভ্রমণকালে বাস স্টপে দাঁড়ানোর সময় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

    পুলিশ সূত্রে জানা যায়, বাস চালক একটি লাগেজ নড়াচড়া করতে দেখে সন্দেহ করেন। এরপর লাগেজটি খুলে ভেতরে জীবিত এক শিশু দেখতে পান তিনি। তাৎক্ষণিকভাবে তিনি পুলিশকে খবর দেন।

    পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া শিশুটি দুই বছরের একটি মেয়ে। এ ঘটনায় জড়িত সন্দেহে তরুণীকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে ।

    ২৭ বছর বয়সী ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে শিশুর সঙ্গে দুর্ব্যবহার/অবহেলার অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটির গায়ের তাপমাত্রা অনেক বেশি ছিল। তবে তার শরীরে কোনো ধরনের জখমের চিহ্ন দেখা যায়নি।

    শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তার মেডিকেল পরীক্ষা করা হচ্ছে। যে নারীর লাগেজ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে কী সম্পর্ক সে বিষয়ে কিছু জানানো হয়নি। কী কারণে শিশুটিকে লাগেজে বহন করা হয়েছে সে বিষয়েও কিছু বলা হয়নি।

    ওই নারীকে সোমবার নর্থ শোর জেলা আদালতে হাজির করার কথা রয়েছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, আমরা বাস চালককে ধন্যবাদ জানাতে চাই, যিনি কিছু একটা ঠিকঠাক ছিল না লক্ষ্য করে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছেন। তিনি খেয়াল না করলে আরও খারাপ পরিণতি হতে পারতো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন