সোমবার, ০৪ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • জুলাই গণঅভ্যুত্থান দিবস: যান চলাচলে ডিএমপির নির্দেশনা জিম্মিদের জন্য ত্রাণ নিতে ইসরায়েলি হামলা বন্ধের দাবি হামাসের ১০ আগস্ট খসড়া, ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বিশ্বের খাদ্যসংকটে ভোগা দেশের মধ্যে চতুর্থ বাংলাদেশ: জাতিসংঘ হাসপাতালে ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ নির্দেশ দেন শেখ হাসিনা বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিএনপি জুলাই সনদে যেকোনো সময় স্বাক্ষরের প্রস্তুত: সালাহউদ্দিন আহমেদ গাজায় দুর্ভিক্ষের ছবি: ইসরায়েলি জিম্মিদের ভিডিও ঘিরে তোলপাড় চট্টগ্রাম ক্লাবে সাবেক সেনাপ্রধান এম হারুন অর রশিদের মরদেহ উদ্ধার অভিনেত্রীর বাড়ি থেকে নিখোঁজ দুই কিশোরী
  • পর্যটনকেন্দ্রে সৌন্দর্য ফেরাতে ভিবিডির স্বেচ্ছাসেবীদের উদ্যোগ

    পর্যটনকেন্দ্রে সৌন্দর্য ফেরাতে ভিবিডির স্বেচ্ছাসেবীদের উদ্যোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত পর্যটনকেন্দ্রগুলোতে সৌন্দর্য ফিরিয়ে আনতে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার্স ফর বাংলাদেশ (ভিবিডি)।

    শনিবার (৩ আগস্ট) উপজেলার দর্শনীয় স্থান মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান ও আশপাশের এলাকাগুলোতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালায় সংগঠনের কমলগঞ্জ ইউনিটের তরুণ স্বেচ্ছাসেবীরা।

    এ সময় উপজেলা গেটসংলগ্ন স্থাপত্য, মাধবপুর লেক, হামহাম জলপ্রপাত, আদমপুর রিজার্ভ বনসহ নানা স্থানে জমে থাকা আগাছা, পলিথিন, প্লাস্টিক বোতলসহ নানা ধরনের আবর্জনা অপসারণ করেন হলুদ টি-শার্ট পরিহিত স্বেচ্ছাসেবকরা।

    ভিবিডি মৌলভীবাজার জেলা কমিটির  সভাপতি কাজি গোলাম রায়হান জানান, কমলগঞ্জ একটি সম্ভাবনাময় পর্যটন এলাকা। কিন্তু প্লাস্টিক দূষণ এবং অবহেলার কারণে এই সৌন্দর্য নষ্ট হচ্ছে। আমাদের স্বেচ্ছাসেবকরা নিজেদের দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নিয়েছে। আমরা চাই, পরিচ্ছন্ন ও টেকসই পর্যটনের রোল মডেল হোক কমলগঞ্জ।

    ভিবিডি–কমলগঞ্জ টিমের পক্ষ থেকে জানানো হয়, পরিচ্ছন্নতার এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে স্থানীয় জনগণ ও পর্যটকদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বড় পরিসরে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

    কমলগঞ্জ উপজেলায় প্রতিদিন শত শত পর্যটক আসেন। কিন্তু নানা স্থানে অপরিচ্ছন্নতা, ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য ও অব্যবস্থাপনার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি পর্যটন অভিজ্ঞতা নষ্ট হয়। এই ধরনের স্বেচ্ছাসেবী উদ্যোগ পর্যটন নগরীর পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন